রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

Bangladesh | গোপন সফরে ঢাকায় আইএসআই প্রধান! তলে তলে কী করছে বাংলাদেশ?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই বাংলাদেশের অন্তবর্তী সরকারের (Bangladesh) সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে পাকিস্তানের (Pakistan)। সম্প্রতি বাংলাদেশের সামরিক বাহিনীর ৬ জন সেনাকর্তার একটি প্রতিনিধি দল ছয়দিনের পাকিস্তান সফর সেরে শনিবার দেশে ফিরেছে। অন্যদিকে সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছেছে পাকিস্তানের ৪ সদস্যের একটি উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল। এই সফর নিয়ে চূড়ান্ত গোপনীয়তা রক্ষার চেষ্টা করা হচ্ছে দুই দেশের তরফেই। যা স্বাভাবিকভাবেই ভারতের (India) উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সূত্রের খবর, পাকিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক (Asim Malik)। গুপ্তচর সংস্থা আইএসআই-এর প্রধান (ISI Chief) তিনি। এছাড়াও রয়েছেন আইএসআই-এর ডিরেক্টর জেনারেল অ্যানালিসিস (ডিজি এ) মেজর জেনারেল শহিদ আমির আফসার, মেজর জেনারেল আলম আমির আওয়ান এবং এসএসজি-র কর্তা মুহাম্মদ উসমান লতিফ। মঙ্গলবার বিকেল ৫টা নাগাদ তাঁরা ঢাকা বিমানবন্দরে এসে পৌঁছান। পাক প্রতিনিধি দলকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশ সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই-এর এক উচ্চপদস্থ কর্মকর্তা ব্রিগেডিয়ার মেহদি।

বাংলাদেশের সেনাকর্তাদের পাক সফর নিয়েও যথেষ্ট গোপনীয়তা বজায় রাখা হয়েছিল। প্রতিনিধি দলটি ঢাকায় ফিরে আসার পর ইউনূস সরকারের তরফে এক বিবৃতিতে জানানো হয়, গত ১৩ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত পাকিস্তান সফরে গিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের নেতৃত্বে ৬ সেনাকর্তা। পাক সেনার তরফে তাঁদের ছবি প্রকাশের পর একপ্রকার বাধ্য হয়েই মুখ খুলেছে বাংলাদেশ বলে ধারণা অনেকের। তবে এবারে পাক সেনাকর্তাদের ঢাকা সফর নিয়ে চুপ দুই দেশই।

প্রসঙ্গত, ভারত ও বাংলাদেশের বর্তমান সম্পর্ক প্রায় তলানিতে ঠেকেছে। আর ভারতের বিরোধিতায় এই সুযোগকেই কাজে লাগাতে চাইছে পাকিস্তান। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই বাংলাদেশে গাজীপুরের সমরাস্ত্র নির্মাণের কারখানায় তাদের ‘শাহীন’ সিরিজের ক্ষেপণাস্ত্র বানানোর প্রস্তাব দিয়েছে পাকিস্তান। এই ক্ষেপণাস্ত্রগুলি প্রথাগত অস্ত্রের পাশাপাশি পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম। সূত্রের খবর, পাক সেনার প্রতিনিধি দলটি বাংলাদেশের সেনাকর্তাদের সঙ্গে আলোচনার পাশাপাশি গাজীপুরে সমরাস্ত্র কারখানা পরিদর্শনেও যাবেন।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

J&K flash flood | প্রবল বৃষ্টিতে জম্মু ও কাশ্মীরে হড়পা-ভূমিধস, নিহত ৩, নিখোঁজ ১

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : জম্মু ও কাশ্মীরের ধরমকুণ্ড...

JD Vance | ৩ দিনের ভারত সফরে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট, কী নিয়ে হবে আলোচনা?   

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শুল্কনীতি নিয়ে বিতর্কের আবহেই সোমবার...

Weather Report | ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি, সপ্তাহজুড়ে উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : সপ্তাহজুড়ে উত্তরবঙ্গের আট জেলায়...