কলকাতা: শেষ পর্যন্ত কতগুলি দল নিয়ে আইএসএল খেলা হবে তা নিয়ে চিন্তায় আয়োজক এফএসডিএল। ডুরান্ড কাপ শুরুর সময় হায়দরাবাদ এফসি-কে সূচিতে রাখা হলেও শেষ পর্যন্ত তাদের খেলানো সম্ভব হয়নি। কারণ, গত মরশুম থেকে নিজামের শহরের এই দলের ওপর ট্রান্সফার ব্যান আরোপ করেছে ফিফা। বহু বিদেশি এবং ভারতীয় ফুটবলার এই ক্লাবের বিরুদ্ধে চুক্তি অনুযায়ী টাকা না পাওয়ার অভিযোগ করা এবং তা প্রমাণিত হওয়াতেই এই ট্রান্সফার ব্যান। শোনা যাচ্ছে, নতুন বিনিয়োগকারী নাকি পেয়ে গিয়েছে হায়দরাবাদ এফসি। কিন্তু এখনও পর্যন্ত এই বিষয়ে ক্লাব বা এফএসডিএলের তরফে কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি।
এই বিষয়ে এফএসডিএলের অন্দরে খোঁজ করা হলে তারা জানাচ্ছে, ‘আমাদের কাছেও এই বিষয়ে সেরকম কোনও নিশ্চিত খবর নেই এবং এই কারণে আমরাও আগামী আইএসএলের সূচি প্রকাশ করতে পারছি না।’ সূত্রের খবর, সূচি তৈরি করা হয়ে গিয়েছে এফএসডিএলের। এখন অপেক্ষা হায়দরাবাদ এফসি থেকে সবুজ সংকেত পাওয়ার। তবে একান্তই যদি হায়দরাবাদ শেষ পর্যন্ত না খেলতে পারে তাহলে কি পরিবর্ত হিসেবে কোনও আই লিগ দলকে নেওয়া হতে পারে? এই প্রশ্নের উত্তরে এফএসডিএলের একটি সূত্র জানাচ্ছে, ‘এই বিষয়েও আমরা এখনই কিছু বলতে পারছি না। কারণ, যতক্ষণ না হায়দরাবাদ না বলবে এবং নতুন কোনও ফ্র্যাঞ্চাইজি নিয়ম মেনে এগিয়ে আসবে, ততক্ষণ অন্য দলকে খেলানো কঠিন।’
অনেকেই মনে করছেন, ইন্টার কাশী বা রাজস্থান ইউনাইটেডের মতো দুই-একটি দল সেভাবে দল গড়ছে যাতে তারা আগামী মরশুমে আইএসএলে যোগ দিতে পারে। একই সঙ্গে এটাও শোনা যাচ্ছে, এএফসি চায় এই বছর থেকেই ১৪ দল নিয়ে হোক আইএসএল। তবে যাবতীয় প্রশ্নের জন্য ডুরান্ড কাপ শেষ হওয়ার পর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে সূত্রের খবর। তার মধ্যেই নিশ্চিত করতে হবে হায়দরাবাদ এফসি-কে।