Tuesday, January 21, 2025
HomeখেলাধুলাISL Derby | আক্রমণাত্মক ফুটবলের ছক মোলিনার, ডার্বিতে গোল চান ম্যাকলারেন   

ISL Derby | আক্রমণাত্মক ফুটবলের ছক মোলিনার, ডার্বিতে গোল চান ম্যাকলারেন   

কলকাতা: আইএসএলের প্রথম ডার্বিতে গোল পেয়েছিলেন তিনি। সেই ধারা বজায় রাখতে চান মোহনবাগান সুপার জায়েন্টের অজি বিশ্বকাপার জেমি ম্যাকলারেন। আইএসএলে গোল পেলেও সমর্থকদের প্রত্যাশা এখনও পূরণ করতে পারেননি তিনি। তাই ডার্বিকেই পাখির চোখ করেছেন অজি তারকা।

মঙ্গলবার অনুশীলন শেষে গাড়িতে ওঠার আগে ম্যাকলারেন বলে গেলেন, ‘আমি আগের ডার্বিতে গোল করেছি। সেই ধারা এই ম্যাচে বজায় রাখতে চাই।’ তিনি আরও যোগ করেন, ‘আমি ইস্টবেঙ্গল-মুম্বই সিটি এফসি ম্যাচ হোটেলে বসে দেখেছি। ওদের পরাজয়ে আমাদের আরও ভালো হল। তবে ডার্বি নিয়ে আগাম কিছু বলা সম্ভব নয়। এই ম্যাচ সবসময় ফিফটি-ফিফটি। ম্যাচটা কঠিন হতে চলেছে। আমরা জেতার লক্ষ্যে মাঠে নামব।’

সোমবার ইস্টবেঙ্গল-মুম্বই ম্যাচের দিকে নজর ছিল কোচ হোসে ফ্রান্সিসকো মোলিনারও। ইস্টবেঙ্গল রক্ষণের দুর্বলতা ইতিমধ্যে তাঁর নোটবুকে উঠে গিয়েছে। ফলে ডার্বিতে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের ছক কষছেন তিনি। মঙ্গলবার ঘণ্টাদুয়েকের অনুশীলনে সেই আক্রমণাত্মক ফুটবলের ইঙ্গিত দিয়ে রাখলেন তিনি। দুই উইং দিয়ে আক্রমণ শানানোর দিকে জোর দেন মোলিনা। পাশাপাশি রক্ষণে পায়ের জঙ্গল ভেঙে গোল তুলে নেওয়ার দিকে নজর ছিল তাঁর।

এদিকে, ডার্বিতে নিজের পুেরানো ছন্দে ফিরতে চান অজি তারকা দিমিত্রিস পেত্রাতোস। চলতি মরশুমে স্বাভাবিক ছন্দে দেখা যায়নি তাঁকে। তার ওপর চোটের কারণে কয়েকটি ম্যাচ মাঠের বাইরে থাকতে হয়েছে। তবে ডার্বির আগে চোট কাটিয়ে পুরোদমে অনুশীলন করছেন তিনি। নিজেকে প্রমাণ করার একটা বাড়তি তাগিদ দেখা গিয়েছে অজি তারকার মধ্যে। এমনিতেই ডার্বিতে বরাবরই দুর্দান্ত ছন্দে থাকেন তিনি। ৮টি ডার্বি খেলে ৫টি গোল ও ৩টি অ্যাসিস্ট রয়েছে বাগানের প্রাণভোমরার। শেষ ৩টি ডার্বিতেই গোল করেছেন দিমি। শনিবার সেই পারফরমেন্স ধরে রাখতে চান অজি তারকা।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Awas Yojana | আবাসে মেলেনি ঘর, অভিযোগ জানাতে মুখ্যমন্ত্রীর সভায় হরিশ্চন্দ্রপুরের ‘দুয়ারে নাপিত’

0
মালদাঃ আবাস প্লাসে যোগ্যতা থাকা সত্ত্বেও ঘর মেলেনি ঘর। আর ঘরের দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর সভায় হাজির হলেন হরিশ্চন্দ্রপুরের দুয়ারে নাপিত নিতাই প্রামাণিক। এদিন নিতাইকে...

Fear of unknown smells | অজানা গন্ধে আতঙ্ক পতিরামে, অস্বস্তির শিকার একাধিক মানুষ

0
পতিরাম: অজানা গন্ধে আতঙ্ক থেকে দক্ষিণ দিনাজপুরের পতিরামের একাধিক এলাকায়। সোমবার বিকেল থেকে এক বিকট গন্ধে আচ্ছন্ন হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। গন্ধের কারণে এই...

Fire | তুরস্কের রিসর্টে বিধ্বংসী অগ্নিকাণ্ড, মৃত্যু কমপক্ষে ৬৬ জনের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রিসর্টে (Resort) বিধ্বংসী অগ্নিকাণ্ড (Fire)। মৃত্যু হল অন্তত ৬৬ জনের। জখম ৫১ জন। তুরস্কের (Turkey) বোলু শহরে ঘটনাটি ঘটে। হতাহতের...

ICDS Center | চাকরি না মেলায় আন্দোলনে শামিল জমিদাতারা, একই দিনে ৩৪ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে...

0
শীতলকুচি: চাকরির প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় একই দিনে শীতলকুচি ব্লকের ৩৪টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে (ICDS Center) তালা ঝোলালেন জমিদাতারা। সোমবার ওই ঘটনায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিষেবা...

South Dinajpur University | অচলাবস্থা কাটল দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের, দেড়মাস পর যোগ দিলেন নতুন...

0
বালুরঘাট: অনেক গড়িমসির পর অবশেষে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগ দিলেন অধ্যাপক প্রনব ঘোষ। তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে অধ্যাপনা করতেন। প্রায় দেড়...

Most Popular