ইসলামাবাদ: শাস্তি পেলেন তিন পাক ক্রিকেটার শাহিন শা আফ্রিদি, সাউদ শাকিল ও কামরান গুলাম। বুধবার করাচিতে ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে মাঠের মধ্যে ঝামেলায় জড়ান এই তিন পাক ক্রিকেটার। ফলে তিন ক্রিকেটারের ম্যাচ ফি কাটা গিয়েছে।
দক্ষিণ আফ্রিকার ইনিংসে ২৮তম ওভারে প্রোটিয়া ব্যাটার ম্যাথু ব্রিৎজকে পাক তারকা শাহিনের ইয়র্কার সামলানোর পরে ব্যাট তুলে মারার ভঙ্গি করেন। বিষয়টি মোটেও ভালোভাবে নেননি শাহিন। দুই ক্রিকেটারের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এরপর ওভারের শেষ বলে ব্রিৎজকে রান নেওয়ার সময় তাঁর সামনে এসে বাধা দেন আফ্রিদি। এরপর দুই ক্রিকেটারের মধ্যে ফের বচসা বাধলে আম্পায়ার এসে দুজনকে আলাদা করে দেন। ব্রিৎজকেকে রান নেওয়ার সময় বাধা দেওয়ার অপরাধে ২৫ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়ার কথা ঘোষণা করেছে আইসিসি।
পাশাপাশি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা রান আউট হওয়ার পর তাঁকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করায় শাস্তি পেয়েছেন শাকিল ও কামরান। তাঁদের ১০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে।