উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ফের গাজায় হামলা চালাল ইজরায়েল। বিমান হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন বলে খবর। একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার দক্ষিণ গাজায় জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে ‘সতর্কতা ছাড়াই’ বোমা বর্ষণ করেছে বেঞ্জামিন নেতানিয়াহুর সেনা।
তিনতলা ভবনটিতে আশ্রয় নিয়েছিলেন ঘরছাড়া শতাধিক ফিলিস্তিনি। হামলায় ২০ জন নিহত হয়েছেন। ধ্বংস হয়ে গিয়েছে ভবন। ফিলিস্তিনি কর্মকর্তাদের মতে, গত ২৪ ঘণ্টায় ইজরায়েলের হামলায় ৬০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
গাজার স্বাস্থ্যমন্ত্রকের তরফে বলা হয়েছে, ‘রবিবার সন্ধ্যায় নারী, শিশু সহ বেসামরিক লোকজন যখন ঘুমিয়ে ছিলেন, সেই সময় হামলা চালানো হয়। হামলার আগে ইজরায়েলের সামরিক বাহিনী সতর্ক করেনি।’ এখন পর্যন্ত ইজরায়েল-হামাস যুদ্ধে ৪৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।