উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : উত্তর গাজার জাবালিয়ায় ইজরায়েলের বোমা হামলায় কমপক্ষে ৩২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে ১৩ শিশু। একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, জাবালিয়ায় একটি বাড়িতে বিমান থেকে বোমা হামলা চালিয়েছে ইজরায়েল। বাড়িটিতে আশ্রয় নিয়েছিলেন ঘরছাড়া ফিলিস্তিনিরা। প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে আশ্রয় নেওয়া সকল শরণার্থীর মৃত্যু হয়েছে হামলায়। তাঁদের বেশিরভাগই মহিলা ও শিশু। হঠাৎ এবং কোনও আগাম সতর্কতা ছাড়াই রবিবার নেতানিয়াহুর সেনা হামলা চালায় বলে অভিযোগ।
অন্যদিকে, গাজা শহরে একটি পৃথক বিমান হামলায় সরকারি কর্মকর্তা ওয়ায়েল আল-খোর, তাঁর স্ত্রী, সন্তান সহ পরিবারের সাত সদস্য নিহত হয়েছেন বলে আত্মীয়রা জানিয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, রবিবার গাজার তিনটি এলাকায় ইজরায়েল বিমান হামলা চালিয়েছে। এতে ৫০ জনের বেশি মানুষ নিহত এবং ১৬৪ জন আহত হয়েছেন। এদিকে, টানা বোমাবর্ষণে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সার্বিক পরিকাঠামো ভেঙে পড়েছে। নেই প্রয়োজনীয় খাবার, জল, বিদ্যুৎ, ওষুধ।