উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইজরায়েলি সেনার বোমা-গোলা-ক্ষেপণাস্ত্র গুঁড়িয়ে দিয়েছে একের পর এক হাসপাতাল। এমনকি খাদ্য সরবরাহও অনিয়মিত গাজা ভূখণ্ডে (Israel-Hamas Conflict)। এই পরিস্থিতিতে বিনা চিকিৎসা এবং অপুষ্টিজনিত কারণে মৃত্যুর মুখে প্রায় ৮ হাজার প্যালেস্টাইনি শিশু! সকলেরই বয়স পাঁচ বছর বা তার কম।
রাষ্ট্রপুঞ্জের পরিসংখ্যান কিছুদিন আগেই জানিয়েছিল, ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত চার বছরে পৃথিবীতে যত শিশুর মৃত্যু হয়েছে, তা ছাপিয়ে গিয়েছে ২০২৩ সালের অক্টোবরের গোড়া থেকে গাজা ভূখণ্ডে শুরু হওয়া সংঘর্ষে নিহত প্যালেস্টাইনি শিশুর সংখ্যা। এর পাশাপাশি অনাহার এবং অপুষ্টিজনিত কারণেও বহু শিশুর মৃত্যু হয়েছে সেখানে। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) (WHO)। অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি এবং মানবিক সাহায্য পৌঁছোনোর পথ করে দেওয়ার আবেদন জানানো হয়েছে। টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস জানান, বিপর্যয়ের কিনারায় পৌঁছে গিয়েছে গাজা! অবিলম্বে যুদ্ধবিরতি না হলে মৃত্যুমিছিল আরও দীর্ঘতর হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

