কলকাতা: রাজ্যপাল সি ভি আনন্দ বোসের প্রস্তাবে সাড়া দিয়ে বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসছেন ইসরো’র প্রতিনিধিরা। ঘুরে দেখবেন ক্যাম্পাস। প্রসঙ্গত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হস্টেলে ছাত্রমৃত্যুর ঘটনায় তোলপাড় বাংলা। ঘটনায় গ্রেপ্তার হয়েছেন বেশ কয়েকজন। উঠে এসেছে ব়্যাগিংয়ের অভিযোগ। ব়্যাগিং রুখতে একাধিক পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে ইসরোর চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। প্রযুক্তির ব্যবহারে ব়্যাগিং বন্ধ করার উপায় নিয়েও আলোচনা করেন তিনি। তার পরিপ্রেক্ষিতে এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসছে ইসরোর প্রতিনিধি দল।
জানা গিয়েছে, আগে বিশ্ববিদ্যালয়ে চিঠি দিয়ে পরিদর্শনের জন্য ৩১ ও ১ তারিখের কথা জানিয়েছিল ইসরো। তবে বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়, ৩১ অগাস্ট প্রতিনিধি দল এলে কোনও সমস্যা নেই। তবে ১ সেপ্টেম্বর কিছু সমস্যা রয়েছে। তার পরিপ্রেক্ষিতে এখনও ইসরোর তরফে কোনও উত্তর মেলেনি। তবে, আগামিকাল প্রতিনিধি দল আসবে বলে জানা গিয়েছে।