নিজস্ব প্রতিনিধি: মোহনবাগান সুপার জায়েন্টের সমর্থকরা ভালোবেসে তাঁকে ‘মনস্টার’ বলে ডাকেন। চলতি মরশুমে সবুজ-মেরুন ডিফেন্সকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। টম অ্যালড্রেডের সঙ্গে জুটি বেঁধে বাগান রক্ষণকে করে তুলেছিলেন দুর্ভেদ্য দুর্গ। তিনি আলবার্তো রডরিগেজ।
মরশুমের শুরুতে অবশ্য দলের সঙ্গে মানিয়ে নিতে সময় লেগেছিল এই দীর্ঘদেহী ডিফেন্ডারের। কিন্তু মরশুম যতই এগিয়েছে বাগান রক্ষণে ভরসার অন্যতম পাত্র হয়ে উঠেছিলেন তিনি। দলকে লিগশিল্ড জেতানোর পর আলবার্তো বলেছেন, ‘মরশুমের শুরুতে দলের সঙ্গে মানিয়ে নেওয়াটা কঠিন ছিল। তবে আমি নিয়মিত মাঠে পরিশ্রম করেছি। তারপর খেলতে খেলতে অ্যালড্রেড, শুভাশিস বসুদের সঙ্গে বোঝাপড়া তৈরি হয়েছে।’ তিনি আরও যোগ করেছেন, ‘আমি আগেও এশিয়াতে খেলেছি। তবে কলকাতায় খেলার অভিজ্ঞতা সত্যি অসাধারণ। এখানকার সমর্থকরা দুর্দান্ত।’
দলের প্রয়োজনে গোল করেছেন আলবার্তো। তবে গোল করার থেকে ক্লিনশিট রাখাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন এই দীর্ঘদেহী ডিফেন্ডার। তিনি বলেছেন, ‘দলের প্রয়োজনে গোল করেছি। কিন্তু গোল করার থেকে ক্লিনশিট ধরে রাখাই বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে। দলকে চ্যাম্পিয়ন করতে পেরে ভালো লাগছে। এবার আইএসএল কাপ জিততে চাই।’