গয়েরকাটা: ব্যক্তির পচাগলা দেহ উদ্ধারে শোরগোল। সোমবার জলপাইগুড়ি (Jalpaiguri) বন বিভাগের মোরাঘাট জঙ্গল লাগোয়া গয়েরকাটার (Gairkata) মধুবনী নদী সংলগ্ন এলাকা থেকে দেহ উদ্ধার হয়। মৃতের নাম সুরজ নাগ (৪৫)। বানারহাট থানার অন্তর্গত গয়েরকাটার হিন্দুপাড়ার আবিস্তা লাইনের বাসিন্দা তিনি।
স্থানীয় সূত্রে খবর, মানসিক ভারসাম্যহীন ছিলেন ওই ব্যক্তি। বেশ কিছুদিন আগে স্ত্রীর বিয়োগ হয়। পয়লা জানুয়ারি থেকে প্রতিবেশীরা তাঁর কোনও খোঁজ পাননি। এদিন নদীর পাশে তাঁর পচাগলা দেহ উদ্ধার হয়। পরবর্তীতে বানারহাট থানায় (Banarhat Police Station) খবর দেওয়া হলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কীভাবে মৃত্যু হল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।