শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

Jalpaiguri | মালবাজারের সৎকার সমিতি চমক ১৩৮ ফুট উঁচু মণ্ডপ

শেষ আপডেট:

সন্তু চৌধুরী, মালবাজার: দুর্গাপুজো প্রায় সাদামাঠাভাবে কাটলেও জলপাইগুড়ির (Jalpaiguri) মালবাজারের (Mal Bazar) কালীপুজো (Kali Puja) উত্তরবঙ্গের মধ্যে অন্যতম সেরা। শহরের বেশ কয়েকটি বড় ক্লাব এবং সংগঠন শ্যামাপুজো উপলক্ষ্যে বিশাল আয়োজন করে। এর মধ্যে অন্যতম মালবাজারের সৎকার সমিতি। এই পুজো ঘিরে বরাবরই মানুষের প্রত্যাশা গগনচুম্বী। আয়োজন থাকে জমকালো। এই বছরও তার অন্যথা হচ্ছে না। মালবাজারের ৫ নম্বর ওয়ার্ডের রেলওয়ে ময়দানের পাশে অবস্থিত এই ক্লাব। ইতিমধ্যেই মণ্ডপসজ্জার কাজ পুরোদমে শুরু হয়েছে ক্লাব লাগোয়া রেলওয়ে ময়দানে।

প্রতিবছর দর্শকদের নতুন কিছু উপহার দেওয়া সৎকার সমিতির এবারের থিম ‘এক টুকরো থাইল্যান্ড’। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ‘ওয়াট অরুণ’ বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি হবে মণ্ডপ। মণ্ডপের উচ্চতা ১৩৮ ফুট। মণ্ডপ প্রাঙ্গণ সাজানো হবে বৌদ্ধ সংস্কৃতির ওপর ভিত্তি করে। থিম রূপায়ণ করবেন কোচবিহারের শিল্পী মঞ্জিল খান। আলোকসজ্জার দায়িত্বে রয়েছেন সুদীপ শর্মা চৌধুরী। প্রতিমাতেও থাকবে বৌদ্ধ সংস্কৃতির ছোঁয়া। সিংহ এখানে কিছুটা ড্রাগনরূপী। প্রতিমা তৈরি করছেন শহরের প্রখ্যাত মৃৎশিল্পী অরুণ পাল। পুজোর বাজেট প্রায় ১৫ লক্ষ টাকা।

সামগ্রিকভাবে থাকবে পরিবেশ রক্ষার বার্তা। মণ্ডপের বাঁদিকে বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ। ডানদিকে বসবে মিনা বাজার। যেখানে পুজোর কেনাকাটা, হইহুল্লোড় সহ থাকবে জয় রাইড এবং রকমারি খাবারের আয়োজন। দর্শনার্থীদের স্বাগত জানাবে বিশাল বিশাল আলোকতোরণ।

৫৫তম বর্ষের পুজো কমিটির সভাপতি অরিন্দম চক্রবর্তী, সম্পাদক দেবব্রত চৌধুরী, কোষাধ্যক্ষ প্রণয় সরকার, নিরুপম সাহা এবং প্রীতম বিশ্বাস। দেবব্রত বলেন, ‘এ বছর আয়োজন অন্যবারের তুলনায় বড়। পুজোর একদিন আগে মণ্ডপ খুলে দেওয়া হবে দর্শনার্থীদের জন্য।’ একদিকে ঘড়ি মোড়, অন্যদিকে মালবাজার আইডব্লিউডি অফিস এলাকা, এই বিস্তীর্ণ পথ ধরে থাকবে আলোকসজ্জা। পুজোর উদ্বোধন ৩০ অক্টোবর। চারদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে ২ এবং ৩ নভেম্বর থাকবে বহিরাগত শিল্পীদের অনুষ্ঠান। ক্লাব সম্পাদক সুপ্রতিম সরকার বলেন, ‘আমাদের পুজো নিয়ে মালবাজার সহ ডুয়ার্সবাসীর প্রচুর আশা থাকে। সেই প্রত্যাশা পূরণের চেষ্টা প্রতি বছর আমরা করি। এবছরও তার অন্যথা হবে না।’

পুজোর আয়োজনের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড জুড়ে দিচ্ছেন ক্লাব সদস্যরা। উদ্বোধনের দিন বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হবে ক্লাবের তরফে।

সবমিলিয়ে এ বছরও জমজমাট পুজো, চোখধাঁধানো আলো এবং সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে পুজোর ক’দিন মালবাজার মাতাতে প্রস্তুত সৎকার সমিতি।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Kaliachak | উত্তরপ্রদেশে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে পরিযায়ী শ্রমিকদের, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

কালিয়াচক: বিজেপি শাসিত উত্তরপ্রদেশে ফের কালিয়াচকের পরিযায়ী শ্রমিকদের ওপর...

Malda | মালদা কংগ্রেসের জেলা সভাপতি পদে ফের ডালুতেই আস্থা দলের

মালদা: জেলা সভাপতির পদে ফের আবু হাসেম খান চৌধুরীকে...

Balurghat | বিজেপি ফেরতরাই দলের নিয়ন্ত্রক হয়ে উঠছে! ক্ষোভ ঘাসফুলে

বালুরঘাট: বিজেপি ফেরতদের দল হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস। তারাই...

Gambhira folk dance | গম্ভীরায় উঠে আসবে চাকরিহারাদের দুর্দশার কথা

সিদ্ধার্থশংকর সরকার, মালদা: অযোগ্যদের সঙ্গে যোগ্য শিক্ষকরাও চাকরি হারিয়েছেন। ...