Thursday, December 12, 2024
HomeExclusiveJalpaiguri News | সস্তায় কাঁচা চা পাতা কেনার অভিযোগ

Jalpaiguri News | সস্তায় কাঁচা চা পাতা কেনার অভিযোগ

শুভজিৎ দত্ত, নাগরাকাটা: মরশুমের শেষে জলের দরে কাঁচা পাতা (Tea Leaves) বিক্রি হচ্ছে বলে অভিযোগ। ক্ষুদ্র চা চাষিদের অভিযোগের তির বটলিফ ফ্যাক্টরিগুলির দিকে। অভাবী চাষিদের দাম কমাতে বাধ্য করিয়ে কিলোপ্রতি দর আট-নয় টাকা করে গছিয়ে দেওয়া হচ্ছে বলে দাবি। যদিও বটলিফ ফ্যাক্টরিগুলি তাঁদের বিরুদ্ধে তোলা অভিযোগ মানতে নারাজ। এই নিয়ে দু’পক্ষের দ্বৈরথ এখন তুঙ্গে উঠেছে। জলপাইগুড়ি (Jalpaiguri News)  জেলা ক্ষুদ্র চা চাষি সমিতির সম্পাদক বিজয়গোপাল চক্রবর্তী বলেন, ‘পুজোর পর থেকে কাঁচা পাতার দামের পতন অব্যাহত। শেষ বাজারে এসে এখন তা মাত্রাতিরিক্ত। আগে যে পাতা ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছিল দু’মাসের মধ্যে এমন কী ঘটল যে দাম আট-নয় টাকায় নেমে আসবে। অথচ বটলিফ ফ্যাক্টরির তৈরি করা চায়ের নিলাম মূল্য কিন্তু কমেনি। এসব ওঁদের কারসাজি ছাড়া আর অন্য কিছু নয়।’ টি বোর্ডও নীরব দর্শকের ভূমিকায়। উত্তরবঙ্গজুড়ে ক্ষুদ্র চা চাষিরা এখন অস্তিত্ব সংকটে। বটলিফের সংগঠন নর্থবেঙ্গল টি প্রোডিউসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সঞ্জয় ধানুটি জানান, যে চায়ের উৎপাদন খরচ কিলোপ্রতি ২১০ টাকা তা আমাদের ১৫৫ টাকা করে নিলামে বিক্রি করতে হচ্ছে। পাশাপাশি এখন ক্ষুদ্র চাষিদের কাছ থেকে যে কাঁচা পাতা আসছে সেগুলির গুণগতমান ভালো নয়। তবু আট-নয় টাকা দর দেওয়া হচ্ছে এমন অভিযোগ একেবারেই ঠিক নয়। অন্তত আমরা ওই দামে কাঁচা পাতা পাচ্ছি না।

চা মহল সূত্রে খবর, টি বোর্ডের নির্দেশিকা অনুসারে আগামী ৩০ নভেম্বর থেকে এবারের মরশুম শেষ হয়ে যাচ্ছে। সেদিন কাঁচা পাতা তোলার শেষ দিন। এরপর কবে নতুন মরশুম শুরু হবে সে ব্যাপারে এখনও কোনও ঘোষণা করা হয়নি। জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষি সমিতির সভাপতি রজত রায় কার্জির কথায়, ‘আগেভাগে মরশুম শেষ করে দিয়ে কী লাভ হল বোধগম্য নয়। ক্ষুদ্র চা চাষিরা পরিস্থিতি দেখে বাগান তুলে দেওয়ার কথা বলছেন। মাঝখান থেকে বটলিফ ফ্যাক্টরিগুলি মুনাফা করে নিল।’

এদিকে টি বোর্ডের সদ্য প্রকাশিত খসড়া রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের অক্টোবরে উত্তরবঙ্গে চায়ের মোট উৎপাদন ৫৭.৩৭ মিলিয়ন কিলোগ্রাম ছিল। যা গত বছরের অক্টোবরের তুলনায় সামান্য কম (৫৭.৬৮ মিলিয়ন কিলোগ্রাম)। তবে জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ধরলে মোট উৎপাদনে উত্তরবঙ্গ এখনও গতবছরের তুলনায় পিছিয়ে রয়েছে। গত বছর প্রথম ১০ মাসের উৎপাদন ৩৫৩.৭৬ মিলিয়ন কিলোগ্রাম ছিল। এবার সেটা ৩১৬.০১ মিলিয়ন কিলোগ্রামে দাঁড়িয়েছে। কমার পরিমাণ ৩৭.৭৫ মিলিয়ন কিলোগ্রাম। তবে গোটা দেশের নিরিখে এবারের অক্টোবরের উৎপাদন গতবারের থেকে বেড়েছে। ২০২৩ সালে ওই পরিমাণ ছিল ১৮৮.২৬ মিলিয়ন কিলোগ্রাম। ২০২৪-এর অক্টোবরে যা বেড়ে ১৯৮.৬০ কিলোগ্রামে দাঁড়িয়েছে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

chanchal-chowdhurys-new-movie-has-been-announced

Chanchal Chowdhury | ‘নিরাপদে রয়েছি’, গৃহবন্দির খবর ‘মিথ্যা’ বলে দাবি চঞ্চল চৌধুরীর

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)। এপার বাংলায় পরিচালক সৃজিত মুখার্জির ‘পদাতিক’ ছবিতেও মৃণাল সেনের চরিত্রে দেখা গিয়েছে।...

SSC Recruitment Case Hearing | সুপ্রিম কোর্টে ফের পিছোল ২৬ হাজার চাকরি বাতিল মামলা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২৬ হাজার চাকরি বাতিল মামলার (SSC Recruitment Case Hearing) শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে (Supreme Court)। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না...

Bangladesh Unrest | হাসিনার ইউনূস বিরোধিতাকে সমর্থন নয় দিল্লির! স্ট্যান্ডিং কমিটিকে কী বললেন মিশ্রি?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে (Bangladesh Unrest) গণ অভ্যুত্থানের পর ভারতে উড়ে আসেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। যদিও বর্তমানে তিনি কোথায় রয়েছেন...

Bangladesh | পিছু হটতে নারাজ! আগাম জামিনের আবেদন নিয়ে ফের আদালতে চিন্ময় কৃষ্ণের আইনজীবী

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে জেলবন্দি (Bangladesh) রয়েছেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস (Chinmoy Krishna Das) । বুধবারও তাঁর জামিনের মামলা (Bail plea) এগিয়ে আনার...

Matelli | তারিখ পেরোলেও মেলেনি মজুরি, কিলকোট ও নাগেশ্বরী চা বাগানে বিক্ষোভ শ্রমিকদের

0
মেটেলি: নির্দিষ্ট তারিখ পেরিয়ে গেলেও মেলেনি মজুরি। তাই এবার মজুরি প্রদানের (Due wages) দাবিতে বিক্ষোভে শামিল হল মাটিয়ালি (Matelli) ব্লকের কিলকোট ও নাগেশ্বরী চা...

Most Popular