নাগরাকাটা: নিজের জন্মদিন (Birthday Celebration) অন্যভাবে উদযাপন করলেন প্রধান শিক্ষক। জন্মদিন উপলক্ষ্যে স্কুল পড়ুয়াদের পেট পুরে খাওয়ালেন পোলাও-মাংস। ছিল রসগোল্লার ব্যবস্থাও। এভাবেই জলপাইগুড়ির (Jalpaiguri News) বানারহাটের (Banarhat) ডায়না টিজি প্রাথমিক স্কুলে শুক্রবার দিনটি পালন করেন প্রধান শিক্ষক সুবল পাল। পাশাপাশি এবছর চতুর্থ শ্রেণি উত্তীর্ণ হয়ে পঞ্চম শ্রেণিতে চলে যাওয়া পড়ুয়াদের সংবর্ধনা দেওয়া হয়।
প্রধান শিক্ষক বলেন, ‘এটা এমন কোনও বড় বিষয় নয়। সন্তানসম ছাত্র-ছাত্রীদের নিয়েই আমাদের জগৎ। তাই নিজের জীবনের বিশেষ দিনটি খুদেদের সঙ্গেই উদযাপন করলাম।’ এদিন সূচি অনুযায়ী স্কুলের মিড-ডে মিলের মেনুতে ছিল ভাত, ডাল ও সয়াবিনের তরকারি। তা বদলে পোলাও, মাংস ও মিষ্টি করা হয়। প্রতিটি ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় একটি করে কেকের প্যাকেট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের ধূপগুড়ি চার নম্বর সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক শেফালি ওরাওঁ, ধূপগুড়ি পশ্চিম সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক রাজদীপ সরকার, বানারহাট দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও এলাকার পঞ্চায়েত সদস্য সাগর গুরুং, অবরসপ্রাপ্ত শিক্ষক শ্যামল সরকার, সুরেন্দ্র নগর প্রাথমিক বিদ্যালয়ের নব নিযুক্ত প্রধান শিক্ষক রাজীব কুমার গুপ্তা সহ আরও অনেকে।