বানারহাট: গাড়ির ধাক্কায় জলপাইগুড়ির (Jalpaiguri News) বানারহাট (Banarhat) ব্লকের চুনাভাটি চা বাগান মোড় সংলগ্ন ভারত-ভুটান সড়কে বৃহস্পতিবার রাতে জখম হয় একটি চিতাবাঘ (Leopard)। কিন্তু চাঞ্চল্যকরভাবে জখম চিতাবাঘটিকে এলাকায় দেখা যায়নি। স্থানীয় বাসিন্দারা চিতাবাঘটিকে রাস্তায় পড়ে থাকতে দেখে বন দপ্তরের বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডে খবর দেন। স্কোয়াডের কর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘের কোনো হদিস পাননি।
রাস্তার উপর রক্তের দাগ ছাড়া আর কিছুই মেলেনি। স্নিফার ডগ নিয়ে এসে এলাকায় তল্লাশি চালালেও কোনও সুরাহা হয়নি। সন্দেহ করা হচ্ছে চিতাবাঘটি জখম অবস্থায় পাশের কোনও এলাকায় ঢুকে যেতে পারে। আবার, জখম চিতাবাঘটির মৃত্যু হয়ে থাকলে সেই দেহও কেউ লোপাট করে দিয়ে থাকতে পারে। সমস্ত সম্ভাবনার দিক বনকর্মীরা খতিয়ে দেখছেন। বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের রেঞ্জার হিমাদ্রি দেবনাথ জানান, চিতাবাঘটির খোঁজে বন দপ্তর তৎপর রয়েছে।