মৌলানি: বাংলার বাড়ি প্রকল্পের টাকা না মেলার অভিযোগে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ। গ্রাম পঞ্চায়েত কার্যালয় ঘিরে চলল দফায় দফায় বিক্ষোভ (Protest)। ঘটনাকে ঘিরে বুধবার ব্যাপক উত্তেজনা ছড়ায় জলপাইগুড়ির (Jalpaiguri News) মৌলানি গ্রাম পঞ্চায়েত (Moulani Gram Panchayat) এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ক্রান্তি ফাঁড়ির বিরাট পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।
স্থানীয় বাবলু কিস্কু, নির্মল রায়, মালতি টুডুরা জানান, ব্লকের ছয়টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে পাঁচটি গ্রাম পঞ্চায়েতে উপভোক্তারা বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়ে গেলেও এখনও পর্যন্ত কিস্তির টাকা পাননি মৌলানি গ্রাম পঞ্চায়েতের জনগণ। প্রশাসনকে জানিয়েও সমস্যার সমাধান না হওয়ায় এদিন তাঁরা আন্দোলনে নেমেছেন।
এবিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জিত রায় জানান, বিষয়টি নিয়ে একাধিকবার বিডিও অফিসের সঙ্গে যোগাযোগ করা হলেও সমস্যার সমাধান হয়নি। এদিন অবস্থান-বিক্ষোভের জেরে গ্রাম পঞ্চায়েতের সমস্ত কাজকর্ম ব্যাহত হয়।