মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

Jalpaiguri | পুজোতেও বৃষ্টির পূর্বাভাস, গয়েরকাটার ঐতিহ্যবাহী দশমীমেলা নিয়ে দোলাচল

শেষ আপডেট:

জিষ্ণু চক্রবর্তী, গয়েরকাটা: পুজোর (Durga Puja) বাকি মাত্র কয়েকদিন। ইতিমধ্যে শুরু হয়েছে বৃষ্টি (Rain)। পুজোতেও বৃষ্টির পূর্বাভাস থাকায় জলপাইগুড়ির (Jalpaiguri) গয়েরকাটার (Gairkata) ঐতিহ্যবাহী দশমীর মেলা অনিশ্চিত হয়ে পড়েছে। মেলার মাঠে জলনিকাশি ব্যবস্থা নেই। ইতিমধ্যে বৃষ্টিতে কর্দমাক্ত হয়ে গিয়েছে মেলা প্রাঙ্গণ। শেষপর্যন্ত সুষ্ঠুভাবে মেলা না করা গেলে ক্ষতির মুখে পড়তে পারেন স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা। যাঁরা প্রতি বছর এই মেলায় লাভের আশায় থাকেন।

স্থানীয় জিলিপি বিক্রেতা লিটন সরকারের কথায়, ‘সারাবছর আমরা বিসর্জনমেলার অপেক্ষায় থাকি। বৃষ্টির জেরে যাতে মেলা পণ্ড না হয়, তা নিশ্চিত করতে পদক্ষেপ করার আর্জি জানাব প্রশাসনের কাছে।’ দশমীর মেলা এবছর থেকে দু’দিন করার সিদ্ধান্ত নিয়েছে গয়েরকাটা সর্বজনীন বিসর্জন কমিটি। এতদিন হত একদিন। বৃষ্টি হলেও আয়োজকরা মেলার সুষ্ঠু আয়োজন করবেন বলে আশায় রয়েছেন এলাকাবাসী ও ব্যবসায়ী মহল।

স্থানীয় বাসিন্দা অমিত সেনগুপ্ত বলেন, ‘দশমীর মেলা গয়েরকাটা তো বটেই, গোটা জলপাইগুড়ি জেলার ঐতিহ্য। মাঠে জল জমা আটকাতে প্রশাসনের আগাম পদক্ষেপ করা উচিত। বৃষ্টি চললেও মেলার আয়োজন করার উপযুক্ত পরিবেশ তৈরি করতে প্রশাসন সদর্থক ভূমিকা নিক।’ গয়েরকাটা সর্বজনীন বিসর্জন কমিটির গত বছরের সম্পাদক দীপক সরকারের বক্তব্য, ‘কর্দমাক্ত মাঠ সংস্কারের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য প্রশাসনকে জানানো হয়েছে৷ বৃষ্টি নিয়ে চিন্তা রয়েছে। তবে ঐতিহ্যবাহী মেলার আয়োজন সুষ্ঠু করতে আমরা সর্বতোভাবে চেষ্টা চালাচ্ছি।’

প্রতি বছর গয়েরকাটায় আংরাভাসা নদীর তীরে দশমীঘাটে প্রতিমা নিরঞ্জন উপলক্ষ্যে মেলাটি শতাব্দীপ্রাচীন। যেখানে প্রায় ৭০টি প্রতিমা বিসর্জন হয়। প্রশাসন নির্ধারিত সময়েও পরের দিনও এই ঘাটে কয়েকটি প্রতিমার বিসর্জন হয়। তাই এ বছর থেকে দু’দিন বিসর্জন ও মেলা করার পরিকল্পনা করা হয়েছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। ইতিমধ্যে মেলা প্রাঙ্গণে জল জমেছে। মাঠ এখন কর্দমাক্ত।

সেচ দপ্তর বিসর্জনঘাট তৈরির প্রকল্প হাতে নিলেও সেই কাজ এখনও শুরু হয়নি। টানা বৃষ্টি থাকলে মেলার আয়োজন ও বিসর্জনে সমস্যা হতে পারে বলে আশঙ্কা রয়েছে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Alipurduar | পরিমল মনে করাচ্ছেন শ্রবণকুমারকে! কীভাবে?

আলিপুরদুয়ার: রামায়ণের শ্রবণকুমারকে মনে আছে? নিজের অন্ধ বাবা-মাকে যিনি...

Uttar Dinajpur | কন্যার জন্মে খুশির আবহ, ইফতারে শামিল ভিনধর্মীরাও

চন্দ্রনারায়ণ সাহা, রায়গঞ্জ: রমজান মাসে ছোট বৌমা কন্যাসন্তানের জন্ম...

Samsi | মানবিকতা সবার উপরে! রোজা অবস্থায় থ্যালাসেমিয়া রোগীকে রক্ত দিলেন মিসবাহুল

সামসী: রোজা (Ramadan 2025) রাখা অবস্থায় এক থ্যালাসেমিয়া রোগীকে...

Cooch Behar | আবাসের তালিকা ঘিরে অভিযোগ! প্রধান ও অঞ্চল সভাপতির অনুগামীদের সঙ্গে সংঘর্ষে জড়ালেন পঞ্চায়েত সদস্যরা

দিনহাটা: আবাসের নামে টাকা তোলা এবং অনৈতিকভাবে নাম উপভোক্তা...