উত্তরবঙ্গ

‘দ্য কেরালা স্টোরি’র প্রোডাকশন ডিজাইনার জলপাইগুড়ির অঙ্গনা

জলপাইগুড়ি: ছবি আঁকাই ছিল তাঁর একমাত্র ধ্যান জ্ঞান। শৈশবের খেলার ছলে ছবি আঁকাই যে তাঁর একদিন পেশায় পরিণত হতে পারে তা বুঝেছিলেন পরিবার বড়রা। পরবর্তীতে সেটাই প্রকাশ পেল অঙ্গনার কর্মজীবনে। কলাভবন থেকে ফাইন আর্টস নিয়ে পড়াশোনার করে টলিউড পার করার পর অঙ্গনা সেন এখন বলিউডের অন্যতম প্রোডাকশন ডিজাইনার। দেশ তোলাপাড় হওয়া বিতর্কিত ছবি ‘দ্য কেরালা স্টোরি’তে কাজ করেছেন তিনি। কর্মস্থল হিসেবে অঙ্গনা বর্তমানে মুম্বইতে থাকলেও তিনি জলপাইগুড়ির মেয়ে। তাঁকে নিয়ে এখন গর্ববোধ করে জলপাইগুড়িবাসী।

কিভাবে একজন প্রোডাকশন ডিজাইনার হওয়া? জানতে হলে ফিরে যেতে হবে বহু বছর আগে। অঙ্গনার স্কুল জীবন শুরু হয়েছে আর পাঁচটা মধ্যবিত্ত পরিবারের সন্তানের মতো শিশুনিকেতন থেকেই। আর পাঁচটা বাচ্চা যখন টিফিনের সময় স্কুলের মাঠে খেলাধুলা করত, অঙ্গনা তখন ক্লাসরুমে আপনমনে ছবি এঁকে চলত। কী ছবি আঁকতো হয়তো সে নিজেও জানত না। ছোটবেলা থেকে তাঁর এই শিল্পী সত্তাকেই সবসময় উৎসাহ দিতেন বাবা, মা, পিসি, দিদা সহ পরিবারের সকলেই। তাঁরা হয়তো সেইসময় বুঝতে পেরেছিলেন অঙ্গনা একদিন ছবি আঁকার জন্যই জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। বড়দের সেই সময়ে ছবি আঁকার প্রতি উৎসাহ দেওয়াই আজ তাঁকে পৌঁছে দিয়েছে সিনেমার সেটে প্রোডাকশন ডিজাইনার হিসেবে। শিশুনিকেতনে প্রাথমিকের পাঠ শেষ করেই সে ভর্তি হয়েছিল শহরের সেন্ট্রাল গার্লস উচ্চ বিদ্যালয়ে। ২০০৭ সালে সেখান থেকে মাধ্যমিক পাশ করার পর জলপাইগুড়ি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয় থেকে ২০০৯ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন। এরপর কলাভবন থেকে ফাইন আর্টস নিয়ে পড়াশোনা শেষ করে কলকাতায় শুরু হয় অঙ্গণার কর্মজীবন। তবে কর্মজীবনে শুরুটা মোটেও মসৃণ ছিল না তাঁর। বরাবরই বাড়ি থেকে কোনরকম অর্থ সাহায্য ছাড়াই নিজে কিছু করার একটা জেদ চেপে ছিলেন মনের মধ্যে। যেকারণে কলকাতায় প্রথম দিকে অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে তাঁকে। তবে কলকাতায় থেকে কাজ শুরুর প্রথম দিকে স্কুল জীবনের বন্ধুদের অনেক সাহায্য পেয়েছেন তিনি। যেকারণে আজ প্রতিষ্ঠিত হলেও বন্ধুদের প্রতি আজও কৃতজ্ঞ অঙ্গনা। ইনটার্নশিপ করতে ২০১১ সালে প্রথম তাঁর মুম্বইতে যাওয়া। এরপর বেশ কয়েকবার মুম্বইতে গিয়ে কাজ করেছিলেন তিনি। অঙ্গনার কাকা সুদীপ্ত সেন। যিনি ‘দ্য কেরালা স্টোরি’র পরিচালক। কাকাও বহুবার অঙ্গনাকে মুম্বইতে গিয়ে কাজ করার আহ্বান জানিয়েছিলেন। তবে তাঁর বরাবরের জেদ ছিল নিজের কাজের পরিচয়ে জীবনে প্রতিষ্ঠিত হওয়া। কলকাতাতে কিছু ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব সিরিজে কাজ করলেও এখানকার পরিবেশ ঠিক সেভাবে মানিয়ে নিতে পারেননি অঙ্গনা। ২০১৮ সালে পাকাপাকিভাবে কলকাতা ছেড়ে মুম্বইতে পারি দেন তিনি। মুম্বইতে যাওয়ার তিন মাসের মধ্যেই কলকাতার কাজের অভিজ্ঞতার জেরে ‘তানহাজি’ ছবিতে সেট রানার হিসেবে কাজ করেন। এরপর ‘একদুয়া’ ছবিতে প্রোডাকশন ডিজাইনার হিসেবে কাজ করেছেন। থিয়েটারটা যেহেতু ছোটবেলা থেকে তাঁর রক্তে সেকারণে একটি ওয়েব সিরিজে অভিনয়ও করেছেন তিনি। এরপরেই সুযোগ আগে কাকা সুদীপ্ত সেনের পরিচালনার ছবি ‘দ্য কেরালা স্টোরি’তে কাজের। প্রায় দু বছর ধরে কাকার সঙ্গে কেরালা স্টোরিতে প্রোডাকশন ডিজাইনারের কাজ করেছেন।

কেন কলকাতার ছাড়লেন অঙ্গনা? উত্তরে অঙ্গনা বলেন, ‘আমি কাজ করতে গিয়ে সেখানে প্রতারণার শিকার হয়েছি। পরবর্তীতে আমাকে এক ঘরে করে দেওয়া হয়েছিল। আমি সেখানকার রাজনীতির শিকার হই। যেকারণে কলকাতার কাজের পরিবেশ আমার ভালো লাগেনি।‘ অঙ্গনার বাবা মনোজ সেন এখনও জলপাইগুড়িতেই রয়েছেন। মেয়ের প্রসঙ্গে কথা আসতেই তিনি বলেন, ‘ছোট থেকেই ওর মধ্যে ছবি আঁকার একটা বিশেষত্ব ছিল। আমরা ওর ছোটবেলাতেই বুঝেছিলাম ছবি আঁকাই ওকে এগিয়ে নিয়ে যাবে। যেকারণে আমরা সবসময় উৎসাহ দিতাম।‘ কাকা সুদীপ্ত সেনকে পরিচালক হিসেবে সারা দেশ চেনে। অঙ্গনা কি আগামী দিনে পরিচালক হবে? উত্তরে তিনি বলেন, ‘একটি সুপ্ত ইচ্ছে তো রয়েছে। কিন্তু আগে একজন প্রোডাকশন ডিজাইনার হিসেবে আরও বেশ কয়েকটি বড় কাজ করতে চাই।‘

Sucharita Chanda

Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Dalkhola | মাদক ব্যবসার স্বর্গরাজ্যে পরিণত ডালখোলা, পুলিশের হাতে ধৃত বাংলাদেশি পাচারকারী

করণদিঘি: বিগত কয়েকদিন ধরেই ডালখোলা, গোয়ালপোখর সহ আশেপাশের এলাকাগুলি মাদক ব্যবসার স্বর্গরাজ্য হয়ে উঠেছে। এই…

2 mins ago

Gangarampur | ৪৫-এর ব্যক্তির সঙ্গে কিশোরীর বিয়ে, কনেকে উদ্ধার করল পুলিশ

বিপ্লব হালদার, গঙ্গারামপুর: যে বয়সে বইখাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা, সেই বয়সেই মেয়েকে বিয়ে দিয়ে…

10 mins ago

Education | ঘাটতি মেটাতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের দিয়ে একাদশ-দ্বাদশে পড়াবে রাজ্য

সাগর বাগচী, শিলিগুড়ি: নিয়োগ বন্ধ। নিজেদের চাকরি নিয়ে সংশয়ে হাজার হাজার শিক্ষক-শিক্ষিকা। তারপরও রাজ্যের সিংহভাগ…

12 mins ago

Balurghat | পাচারের উদ্দেশ্যে অপহরণ নাবালিকা, গ্রেপ্তার অভিযুক্তের বাবা

বালুরঘাট: টিউশন পড়তে বেরিয়ে নিখোঁজ হল এক নাবালিকা। ঘটনাটি ঘটেছে বালুরঘাট(Balurghat) শহরে। ভিনরাজ্যে পাচারের উদ্দেশ্যে…

20 mins ago

PM Modi | ‘পাকিস্তানের কাছে আগে বোমা ছিল, এখন ভিক্ষের বাটি’, কটাক্ষ মোদির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘পাকিস্তানের কাছে আগে বোমা ছিল, এখন ভিক্ষের বাটি’, এমনই মন্তব্য করলেন…

54 mins ago

Dakshin Dinajpur | আদিবাসী কিশোরীকে শ্লীলতাহানি! গ্রেপ্তার পঞ্চাশোর্ধ্ব মিল মালিক

বুনিয়াদপুর: ধান ভাঙার মিলঘরে ১৩ বছরের আদিবাসী কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে (Harassment Case) পঞ্চাশোর্ধ্ব মিল মালিককে…

1 hour ago

This website uses cookies.