মেলবোর্ন: বর্ডার-গাভাসকার ট্রফি শুরু হতে কয়েকদিন বাকি। ২২ নভেম্বর পারথে প্রথম টেস্ট শুরু হবে। তাঁর আগে ভারতীয় পেস বোলিংয়ের স্তম্ভ জসপ্রীত বুমরাহকে নিয়ে কিছুটা সাবধানী অজি পেসার উসমান খোয়াজা। তাঁর মতে, প্রথমবার ভারতীয় পেসারের বোলিং খেলার সময় অস্বস্তিতে পড়তে পারেন ব্যাটাররা। খোয়াজা বলেছেন, ‘যখন কেউ প্রথমবার বুমরাহর মুখোমুখি হবে, তখন সে অস্বস্তিতে পড়বে। ভারতীয় পেসারের বোলিং অ্যাকশনের পাশাপাশি বলের রিলিজ পয়েন্টও সবার থেকে আলাদা। ফলে ব্যাটারের প্রত্যাশার থেকেও অনেক দ্রুতগতিতে বল আসে।’ তিনি আরও যোগ করেছেন, ‘প্রথমদিকে বুমরাহর বলে অস্বস্তি লাগলেও পরেরদিকে কোনও অস্বস্তি মনে হয় না। তবে মনে রাখতে হবে, ও একজন দুর্দান্ত বোলার।’
বুমরাহর বিরুদ্ধে এখনও পর্যন্ত ৭টি টেস্টে ১৫৫টি বল খেলে ৪৩ রান করেছেন খোয়াজা। একবারও ভারতীয় পেসারের বলে আউট হননি তিনি। সেই প্রসঙ্গে বুমরাহকে হালকা খোঁচা দিয়েই অজি ওপেনার বলেছেন, ‘বুমরাহ আমাকে কোন ম্যাচে আউট করেছে, সেসব নিয়ে ভাবছি না। বরং এটাই মাথায় রাখছি, ওর বিরুদ্ধে কোন ম্যাচে রান করেছি।’
পাশাপাশি মহম্মদ সিরাজ, মহম্মদ সামিদের প্রশংসায় পঞ্চমুখ খোয়াজা। বলেছেন, ‘শুধু বুমরাহ নয়, গোটা ভারতীয় বোলিংকে নিয়েই ভাবতে হবে। সিরাজ দুর্দান্ত বোলার। ডান ও বাঁহাতি উভয় ধরনের ব্যাটারদের জন্য ও বিপজ্জনক। তাছাড়া সামির মতো একজন ভালো বোলার রয়েছে। ও ফিট হয়ে এই সিরিজে খেলবে।’ পাশাপাশি তিনি আরও বলেছেন, ‘শুধু ভারতের পেস বোলিংকে নিয়ে ভাবলে হবে না। ওদের বেশ কয়েকজন ভালো স্পিনারও রয়েছে।’

