মুম্বই: জসপ্রীত বুমরাহর মুকুটে নতুন পালক। চেন্নাই টেস্টের দুই ইনিংসে হাফডজন শিকারের সুবাদে ৪০০ আন্তর্জাতিক উইকেটের মাইলস্টোনে পা। কপিল দেব, জাভাগল শ্রীনাথ, জাহির খান, ইশান্ত শর্মা, মহম্মদ সামির পর ষষ্ঠ ভারতীয় পেস বোলার হিসেবে এই কীর্তি বুমরাহর। তালিকার শীর্ষে কপিল (৬৮৭টি)। ছয়জনের মধ্যে স্ট্রাইক রেটে অবশ্য একনম্বরে বুমরাহই (২১.০১)।
অবশ্য এলিট তালিকার অন্যতম জাহির খান শুধু পরিসংখ্যান দিয়ে বুমরাহকে মাপতে নারাজ। যুক্তি, তিন ফর্ম্যাটে যেভাবে আগুন ঝরাচ্ছেন তা প্রশংসনীয়। প্রাক্তন বাঁহাতি পেসার বলেছেন, ‘চারশো আন্তর্জাতিক উইকেট (টেস্টে ১৬৪, ওডিআই ১৪৯ ও টি২০-তে ৮৯) নিঃসন্দেহে বড় প্রাপ্তি। বিশেষ করে ওর সামনে এখনও লম্বা ক্রিকেট সফর বাকি রয়েছে।’
জাহিরের বিশ্বাস, আগামীদিনে আরও অনেক রেকর্ড ভাঙবেন বুমরাহ। এরপর উত্তরসূরিকে বর্তমান বিশ্বের এক নম্বর বোলারের তকমা দিয়ে প্রাক্তনের যুক্তি, ‘যেভাবে ছুটে চলেছে, যেরকম বোলার ও, এই মুহূর্তে বিশ্বের এক নম্বর বোলার বুমরাহ। এই নিয়ে সন্দেহের কোনও অবকাশ নেই।’
ভারতের সাম্প্রতিক সাফল্যের নেপথ্যে বুমরাহর পেস বোলিং। টি২০ বিশ্বকাপে কার্যত ‘আনপ্লেয়েবল’ ছিলেন। বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত অন্তিম স্পেলে হারা বাজি জিতিয়েছিলেন। দলের সেরা পেস অস্ত্রকে ‘ফিট’ রাখতে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে সতর্ক করছেন। পরামর্শ, তিন ফর্ম্যাটেই বুমরাহ ‘অটোমেটিক চয়েস’। কিন্তু বুঝেশুনে ব্যবহার করতে হবে।
জাহিরের বিশ্বাস, বুমরাহও ওয়াকিবহাল নিজে কতটা ধকল নিতে পারবেন। বলেছেন, ‘আশার কথা, বুমরাহ নিজের শরীর নিয়ে সচেতন। বোঝে, কতটা চাপ নিতে পারবে ওর শরীর। মূলকথা ফিট থেকে সামনে এগিয়ে যেতে হবে। পারলে আরও অনেক মাইলস্টোন অপেক্ষা করবে বুমরাহর জন্য।’
বুমরাহর বোলিংয়ের সবচেয়ে বড় গুণ, পিচ, পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলে নিতে পারেন। জাহিরের মতে, যা মহান বোলারের ইঙ্গিত। বলেছেন, ‘পিচ, পরিস্থিতি ফ্যাক্টর নয় ওর কাছে। আসলে গ্রেট বোলাররা এসব নিয়ে ভাবে না। ভাবনা শুধু নতুন চ্যালেঞ্জে কোন অস্ত্র কীভাবে ব্যবহার করবে, কোন কোন বিকল্প কাজে লাগানো উচিত।’
তিন ফর্ম্যাটে ভারতের জার্সিতে ৫৯৭ উইকেট নেওয়া জাহিরের কথায়, সুইং বা সিম, ইয়র্কার কিংবা স্লোয়ার- অস্ত্রগুলিকে যথাযথভাবে ব্যবহারে অভিজ্ঞতার ভূমিকা গুরুত্বপূর্ণ। বোলারদের উচিত অযথা পিচ, পরিস্থিতি নিয়ে চিন্তার বদলে সর্বদা ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখা। লক্ষ্য থাকা উচিত প্রতিকূল পরিস্থিতিকেও অনুকূল করে তোলা। জসপ্রীত বুমরাহর মধ্যে এই গুণ যথেষ্ট পরিমাণে রয়েছে।