বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

Jasprit Bumrah | শীর্ষেই বুমরাহ, তিরিশের বাইরে রোহিত

শেষ আপডেট:

দুবাই : টানা ব্যর্থতার প্রতিফলন।

আইসিসি ব্যাটিং ক্রমতালিকায় ৩০ জনের বাইরে ছিটকে গেলেন রোহিত শর্মা। এদিন প্রকাশিত তালিকায় পাঁচ ধাপ পিছিয়ে ৩১তম স্থানে রয়েছেন ভারত অধিনায়ক। নিউজিল্যান্ড সিরিজে চূড়ান্ত ব্যর্থ। অস্ট্রেলিয়া সফরে পারথের প্রথম টেস্টে খেলেননি। অ্যাডিলেডে প্রত্যাবর্তন ঘটলেও রানে ফেরা হয়নি রোহিতের।

র‌্যাংকিংয়ে পিছিয়েছেন বিরাট কোহলিও। প্রথম টেস্টে ৩০তম টেস্ট সেঞ্চুরি পেয়েছিলেন। যদিও গোলাপি টেস্টে নামের পাশে ৭ ও ১১। ফলস্বরূপ ছয় ধাপ পিছিয়ে প্রথম পনেরোর বাইরে বিরাট কোহলি (২০তম)। আইসিসি র‌্যাংকিংয়ে ভারতীয় দলের সিনিয়ার দুই তারকার বড় ধাক্কার মাঝে প্রথম দশে উজ্জ্বল উপস্থিতি তরুণ ব্রিগেডের যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থের। ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ র‌্যাংকিং যশস্বীর (চতুর্থ স্থানে)। তিন ধাপ পিছোলেও সেরা দশে রয়েছেন ঋষভ (নবম)।  শুভমান গিল ১৭ নম্বরে।

এদিন প্রকাশিত আইসিসি ব্যাটিং ক্রমতালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য দিক, সতীর্থ জো রুটকে সরিয়ে হ্যারি ব্রুকের শীর্ষস্থান দখল। গত জুলাইয়ে কেন উইলিয়ামসনকে পিছনে ফেলে একনম্বর স্থানে পৌঁছেছিলেন রুট। যা হাতছাড়া বছর পঁচিশের তরুণ সতীর্থ ব্রুকের কাছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটনে শতরানের সুবাদে ১ পয়েন্টে রুটকে পিছনে ফেলে দিয়েছেন ব্রুক (৮৯৮ পয়েন্ট)।

ক্রিকেট ইতিহাসের সর্বকালীন রেটিং পয়েন্টের হিসেবনিকেশে শচীন তেন্ডুলকারকে (৩৪তম) স্পর্শ করলেন ব্রুক। পয়েন্টের নিরিখে অনেকটা পিছিয়ে উইলিয়ামসন তিনে (৮১২)। যশস্বীর চেয়ে মাত্র ১ পয়েন্টে এগিয়ে কিউয়ি তারকা। বোলিং বিভাগে এক নম্বর স্থান দখলে রেখেছেন জসপ্রীত বুমরাহ (৮৯০)। পরবর্তী দুইয়ে যথাক্রমে কাগিসো রাবাদা (৮৫৬) ও জোশ হ্যাজেলউড (৮৫১)। অজি সফরে এখনও পর্যন্ত খেলার সুযোগ না পেলেও অলরাউন্ডার বিভাগে শীর্ষেই রবীন্দ্র জাদেজা।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

More like this
Related

Babar Azam | আইসিসির শাস্তির মুখে বাবর আজম, মেজাজ হারিয়ে উইকেট ভাঙতেই জরিমানার খাঁড়া!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পাকিস্তান ক্রিকেটের অন্যতম তারকা বাবর...

Bangladesh | পদক এলেও জুটল অবজ্ঞা! বাংলাদেশে চরম দুর্ভোগে ভারতীয় তিরন্দাজ দল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়া চ্যাম্পিয়নশিপে ১০টি...

Kumar Sangakkara | হেডকোচ ঘোষণা রাজস্থানের, দ্রাবিড়ের জায়গায় দায়িত্বে সাঙ্গাকারা

জয়পুর: হেডকোচের নাম ঘোষণা করে দিল রাজস্থান রয়্যালস। রাহুল...

R Ashwin | গোড়ায় গলদ গম্ভীরের, দাবি অশ্বীনের

চেন্নাই: টি২০ ক্রিকেট আর টেস্ট এক নয়। গৌতম গম্ভীরকে...