নয়াদিল্লিঃ বর্ডার-গাভাসকার ট্রফি এখন ইতিহাস। সেই ইতিহাস হয়ে যাওয়া সিরিজে টিম ইন্ডিয়ার জন্য শুধুই আঁধার। ব্যাটাররা চূড়ান্ত ব্যর্থ। বোলারাও দলকে পর্যাপ্ত ভরসা দিতে পারেননি। একমাত্র ব্যতিক্রম জসপ্রীত বুমরাহ। পাঁচ টেস্টের সিরিজে ১৫১.২ ওভার বল করে ৩২ উইকেট নিয়েছিলেন তিনি। অথচ, তারপরও দলকে সিরিজ জেতাতে পারেননি। পিঠের চোটের কারণে সিডনি টেস্টের শেষ দিনে সাজঘরে থাকলেও মাঠে নামতে পারেননি তিনি। বুমরাহকে ছাড়া ভারতীয় বোলিংয়ের বেহাল দশাও দেখে ফেলেছে দুনিয়া।
বুমরাহর পিঠের চোট কতটা গুরুত্বপূর্ণ? জানা গিয়েছে, তাঁর পিঠের চোটের জন্য ভারতীয় দলের চিকিৎসক, ফিজিওর পাশে অস্ট্রেলিয়ার ডাক্তাররাও অন্তত তিন সপ্তাহ পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। ফলে দেশের মাটিতে আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলা ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও ঘোরতর অনিশ্চিত বুমরাহ। ভারতীয় দলের একটি বিশেষ সূত্রের দাবি, ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজই শুধু নয়, আগামী ফেব্রুয়ারি-মার্চে নির্ধারিত থাকা চ্যাম্পিয়ান্স ট্রফিতেও অনিশ্চিত বুমরাহ। টানা পাঁচ টেস্ট খেলার পর বুমরাহ নিজেও এখন বিশ্রাম চাইছেন বলে খবর। তিনি তাঁর ভাবনার কথা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ও জাতীয় নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকারকেও জানিয়েছেন। আগামী ১২ জানুয়ারির মধ্যে সব দলকেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক স্কোয়াড ঘোষণা করতে হবে। সেই স্কোয়াড ১৩ ফেব্রুয়ারির মধ্যে পরিবর্তন করা যাবে। বুমরাহকে রেখে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা হয় কিনা, তা নিয়ে ভারতীয় ক্রিকেটমহলে প্রবল আগ্রহ রয়েছে।
শেষ পর্যন্ত বুমরাহ চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়ায় ফিরবেন কিনা, তাঁর পিঠের সমস্যা তার মধ্যে মিটে যাবে কিনা, সময় তার জবাব দেবে। তার আগে আজ টিম ইন্ডিয়ার আগামীর তারকা তকমা পেয়ে যাওয়া ওপেনার যশস্বী জয়সওয়াল ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য আগামীর সাফল্যের প্রতিশ্রুতি দিয়েছেন। অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাসকার ট্রফিতে যাই হয়ে থাকুক না কেন, এই ভারতীয় দল আগামীদিনে দারুণভাবে ঘুরে দাঁড়াবে, এমন কথাই আজ শোনা গিয়েছে ওপেনার যশস্বীর মুখে। টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার বলেছেন, ‘প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে এসে অনেক কিছু শিখলাম। প্রচুর অভিজ্ঞতাও হল। দুর্ভাগ্যজনকভাবে আমরা সিরিজ জিততে পারিনি। কিন্তু তারপরও বলছি, আরও শক্তিশালী হয়ে আগামীদিনে আমরা দল হিসেবে ঘুরে দাঁড়াবই।’
ঘরের মাঠে নিউজিল্যান্ড ও পরে অস্ট্রেলিয়া সফরের ব্যর্থতা টিম ইন্ডিয়ার ভবিষ্যৎ কোন পথে নিয়ে যাবে, সময় তার জবাব দেবে। তার আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপ ফাইনাল হাতছাড়া হওয়ার পর আপাতত ভারতীয় টিম ম্যানেজমেন্টের ভাবনা ও পরিকল্পনায় জুন-জুলাইয়ের ইংল্যান্ড সিরিজ। সেখানেও পাঁচ ম্যাচের কঠিন টেস্ট সিরিজের চ্যালেঞ্জ অপেক্ষায় রয়েছে ভারতীয় দলের। বিলেতে সেই টেস্ট সিরিজের মাধ্যমেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের পরবর্তী পর্বের অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। তার আগে ভারতীয় টিম ম্যানেজমেন্ট টেস্ট জয়ের মন্ত্রের সন্ধানে রয়েছে। বিদেশের মাটিতে টেস্টের সময় ব্যাটারদের রান পাওয়ার পাশাপাশি বোলারদের ধারাবাহিকতা কীভাবে আনা যায়, তা নিয়ে সিডনি টেস্টে হারের পরই সাজঘরে এক রাউন্ড আলোচনা করেছেন কোচ গৌতম গম্ভীর ও নির্বাচক প্রধান আগারকার।
সেই বৈঠকের ফল কী হতে চলেছে, হয়তো আগামীদিনে সেটা স্পষ্ট হবে। সঙ্গে কোচ গম্ভীরের জমানায় ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ কী হতে চলেছে, তার দিশাও মিলবে।