নয়াদিল্লি: জসপ্রীত বুমরাহ নেই। প্রশ্ন বুমরাহের শূন্যতা পূরণ করবে কে? ২০ ফেব্রুয়ারি থেকে যে প্রশ্নের উত্তর খোঁজার পালা। পেস ব্রিগেডে মহম্মদ সামি রয়েছেন। আছেন টি২০ বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর অর্শদীপ সিং। যদিও শিখর ধাওয়ান তুরুপের তাস ধরছেন নবাগত হর্ষিত রানাকে। ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক ওডিআই সিরিজে সাফল্য পেয়েছেন। প্রাক্তন ওপেনারের বিশ্বাস, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাফল্যের ধারা বজায় থাকবে।
হর্ষিতের ভয়ডরহীন মানসিকতার প্রশংসায় করে শিখর বলেছেন, ‘হর্ষিতের অন্তর্ভুক্তি দারুণ ভারতীয় দলের জন্য। ওর ওপর চোখ রাখতেই হচ্ছে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি ওর জন্য ব্রেকআউট টুর্নামেন্ট হতে চলেছে বলে আমার ধারণা। ওর ভয়ডরহীন মানসিকতা দারুণ লাগে। যে কোনও পরিস্থিতির মুখোমুখি হতে ভয় পায় না। ইংল্যান্ড সিরিজে আমরা সবাই ওর বোলিং দেখেছি। বেশ ভালো ছন্দে ছিল হর্ষিত। সুযোগ কাজে লাগাতে পারলে ভারতের তুরুপের তাস হয়ে উঠবে।’
ভারতের ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের অন্যতম কারিগর শিখর অবশ্য মানছেন যথার্থ অর্থে বুমরাহর বিকল্প পাওয়া মুশকিল। অদ্ভুত বোলিং অ্যাকশন, নিখুঁত লাইন লেংথ, চাপের মুখে নার্ভ ধরে রাখা, সবমিলিয়ে বুমরাহ সবার থেকে আলাদা। শিখর বলেছেন, ‘জসপ্রীত বুমরাহর অনুপস্থিতি নিঃসন্দেহে বিরাট ধাক্কা। নিশ্চিতভাবে ওকে মিস করবে দল। এই মুহূর্তে বিশ্বের সেরা বোলার। ওর নিখুঁত বোলিংয়ের বিকল্প পাওয়া অসম্ভব।’
ভারতীয় ব্যাটিং নিয়ে কোনওরকম সংশয় নেই। শিখর ধাওয়ানের মতে, ব্যাটিং, বোলিং, তারুণ্য, অভিজ্ঞতা, সব মিলিয়ে দলের ভারসাম্য বেশ ভালো। শুভমান গিলের ধারাবাহিকতা যেমন সম্পদ, তেমনই আশা দেখাচ্ছে রোহিত শর্মা, বিরাট কোহলির রানে ফেরা। ইংল্যান্ডের বিরুদ্ধে গত সিরিজের পারফরমেন্সে সেই দক্ষতার প্রতিফলন ঘটেছে। বুধবার শুরু চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যতম সেরা দল ভারত। রোহিত শর্মা ব্রিগেডকে থামানো সহজ হবে না।