অভিরূপ দে, ময়নাগুড়ি: শিবরাত্রি উপলক্ষ্যে জল্পেশ মন্দিরের মতো জোর প্রস্তুতি শুরু হয়েছে ময়নাগুড়ি (Mainaguri) জটিলেশ্বর মন্দিরেও (Jatileswar Temple)। গত কয়েক বছরে জটিলেশ্বর মন্দিরেও পুণ্যার্থীর ব্যাপক ঢল নামে।
তাই এবছর প্রশাসনের তরফ থেকেও বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে৷ ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ বলেন, ‘নিরাপত্তা ব্যবস্থায় কোনও খামতি রাখা হচ্ছে না।’
কয়েক বছর আগে ‘ডুয়ার্স মেগা ট্যুরিজম’ প্রকল্পের অধীনে জটিলেশ্বর মন্দিরের পুরোনো কাঠামো অক্ষত রেখেই কেন্দ্রীয় পর্যটনমন্ত্রকের প্রায় আড়াই কোটি টাকা আর্থিক সহযোগিতায় রাজ্য সরকারের তত্ত্বাবধানে জটিলেশ্বর মন্দির চত্বর ঢেলে সাজানো হয়। এরপর থেকে জটিলেশ্বর মন্দিরে পুণ্যার্থীদের সমাগম বাড়তে থাকে৷ শ্রাবণ মাসের পাশাপাশি শিবরাত্রির সময় পুণ্যার্থীর ঢল নামে। এবছর শিবচতুর্দশীর ভোরে শেষ হচ্ছে প্রয়াগের কুম্ভস্নান পর্ব।
সেকারণে জল্পেশ মন্দিরের মতো জটিলেশ্বর মন্দিরের পুকুরেও শিবরাত্রির দিন পুণ্যার্থীদের স্নানের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে। জটিলেশ্বর মন্দির লাগোয়া ১৫ বিঘা জমিতে মন্দিরের পুকুর রয়েছে৷ সেই পুকুরের ঘাটে স্নানের ব্যবস্থা করা হয়েছে। স্নান করতে নেমে যাতে পুণ্যার্থীদের কোনও সমস্যা না হয় সেজন্য সিভিল ডিফেন্স কর্মীরা পুকুরের পাশে মোতায়েন থাকবেন।
এছাড়া, শিবচতুর্দশী উপলক্ষ্যে মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন মন্দিরের পুরোহিত সুভাষ মিশ্র। চলবে নামযজ্ঞ।
ইতিমধ্যে মন্দির সাফাইয়ের কাজ শুরু হয়েছে। শিবরাত্রির আগে গোটা মন্দির রং করা হবে। ইতিমধ্যে পুলিশের তরফ থেকে জল্পেশ মন্দিরের পাশাপাশি জটিলেশ্বর মন্দিরও পরিদর্শন করা হয়েছে। নিরাপত্তা সুনিশ্চিত করতে লাগানো হচ্ছে একাধিক সিসি ক্যামেরা। জটিলেশ্বর মন্দিরের ইজারাদার সুনীলচন্দ্র রায় বলেন, ‘শিবরাত্রি উপলক্ষ্যে জটিলেশ্বর মন্দিরে প্রচুর পুণ্যার্থীর সমাগম হয়। সেজন্য মন্দির সাজানোর কাজ শুরু হয়েছে।’