উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অভিনয় ছেড়ে আগেই রাজনীতির ময়দানে নাম লিখিয়েছেন অভিনেত্রী জয়া বচ্চন (Jaya Bachchan)। তবে এবার কেন্দ্রীয় বাজেটে ফিল্ম ইন্ডাস্ট্রিকে উপেক্ষা করা হয়েছে, এই অভিযোগ তুলে রাজ্যসভায় সরব হলেন সমাজবাদী পার্টির (Samajwadi Party) সাংসদ। এমনকি সরকারকে ফিল্ম ইন্ডাস্ট্রির (Film industry) প্রতি সদয় হওয়ার অনুরোধও জানিয়েছেন তিনি।
রাজ্যসভায় কেন্দ্রীয় বাজেট ২০২৫-২৬ নিয়ে সাধারণ আলোচনায় বক্তব্য রাখার সময় সরকারকে তোপ দেগে ক্ষুব্ধ জয়া বচ্চন বলেন, ‘একটি শিল্পকে আপনারা সম্পূর্ণরূপে উপেক্ষা করেছেন। অন্যান্য সরকারও একই কাজ করেছিল। কিন্তু আজ আপনারা এটিকে পরবর্তী স্তরে নিয়ে গেছেন। আপনারা চলচ্চিত্র এবং বিনোদন শিল্পকে সম্পূর্ণরূপে উপেক্ষা করেছেন কারণ আপনারা কেবল নিজেদের উদ্দেশ্য পূরণের জন্যই চলচ্চিত্র জগতকে ব্যবহার করেন।’ তিনি আরও বলেন, ‘জিএসটি বাদ দিন, সমস্ত সিঙ্গল স্ক্রিন (থিয়েটার) বন্ধ হয়ে যাচ্ছে। মানুষ সিনেমা হলে যাচ্ছে না কারণ সবকিছু এত ব্যয়বহুল হয়ে গিয়েছে। সম্ভবত আপনারা এই শিল্পকে একেবারেই ধ্বংস করতে চান। এটিই একমাত্র শিল্প যা সমগ্র বিশ্বকে ভারতের সঙ্গে সংযুক্ত করে।’
এখানেই থামেননি জয়া বচ্চন। এরপরই অভিনেত্রী তথা সাংসদের মন্তব্য, ‘আপনারা চলচ্চিত্র শিল্পকে হত্যা করার চেষ্টা করছেন। দয়া করে এটি করবেন না। এখন আপনারা সিনেমাকেও টার্গেট করা শুরু করেছেন।’ অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করার আবেদন জানিয়েছেন তিনি।