গল: চতুর্থ দিনের শেষেই শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড প্রথম টেস্টের ভবিষ্যৎ অনেকটাই স্পষ্ট হয়ে গিয়েছিল। ম্যাচের ফলাফল নির্ধারণ হল পঞ্চম দিনের শুরুতেই। সোমবার সকালে খেলা হয় মাত্র ২২ বল। যেখানে ৬৩ রানে ম্যাচ জিতে ২ টেস্টের সিরিজে এগিয়ে গেল শ্রীলঙ্কা।
পঞ্চম দিনে জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার ছিল ৬৮ রান। হাতে মাত্র ২ উইকেট। তবে কিউয়িদের আশার জায়গা ছিল একটাই। চতুর্থ দিনের শেষে ৯১ রানে অপরাজিত ছিলেন রাচিন রবীন্দ্র। তবে সোমবার দিনের শুরুতেই রাচিনকে ফিরিয়ে সবচেয়ে বড় ধাক্কাটা দেন প্রভাত জয়সূর্য। ৯২ রানে আউট হন তারকা অলরাউন্ডার। কিউয়িদের শেষ উইকেটটিও ঝুলিতে পোরেন জয়সূর্য। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিলেন তিনি। দুই ইনিংস মিলিয়ে মোট ৯ উইকেট নিয়ে ম্যাচের সেরাও হলেন জয়সূর্য।
গল টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কা করে ৩০৫ রান। জবাবে নিউজিল্যান্ড তোলে ৩৪০। পরের ইনিংসে শ্রীলঙ্কা ৩০৯ করায় কিউয়িদের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২৭৫। তবে ব্ল্যাক ক্যাপসদের লড়াই শেষ ২১১ রানে। এদিকে এই জয়ের সুবাদে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠে এল শ্রীলঙ্কা।