উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী আগামী সোমবার শপথ নিতে চলেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে। ছয় বছরের বেশি সময় তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে থাকবেন বলে জানা গিয়েছে। সোমবার তাঁকে শপথবাক্য পাঠ করাবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। উপস্থিত থাকবেন শীর্ষ আদালতের অন্যান্য বিচারপতিরাও।
প্রসঙ্গত, সঞ্জীব খান্নার নেতৃত্বে সুপ্রিম কোর্টের কলেজিয়াম গত ৬ মার্চ বিচারপতি বাগচীর নাম সুপারিশ করে। সেইমত গত সোমবার আইন মন্ত্রক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায়, বিচারপতি বাগচী-কে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আগামী সোমবার রয়েছে তাঁর শপথ পাঠ। জানা যাচ্ছে, পরবর্তীতে শীর্ষ আদালতের প্রধান বিচারপতিও হতে পারেন তিনি।