উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ৩৮ বছর বয়সি এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠল উত্তরপ্রদেশের(Uttar Pradesh) ফতেপুর জেলায়। ঘটনায় সাংবাদিকের বন্ধু এক বিজেপি নেতাও আহত হয়েছেন বলে জানা গিয়েছে। মৃত সাংবাদিকের নাম দীলিপ সাইনি(Dilip Saini)।
ঘটনা প্রসঙ্গে দীলিপের বন্ধু, বিজেপির সংখ্যালঘু শাখার নেতা শাহিদ খান(Shahid Khan) বলেন, “আমরা রাতে খাবার খাচ্ছিলাম যখন সাইনির কাছে একটি কল আসে। এরপর তারা(হামলাকারী) ভেতরে ঢুকে পরে তাঁকে কোপাতে থাকে। আমি বাধা দিতে গেলে আমাকেও কোপায়। তারা গুলিও চালিয়েছিল।”
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এরপরেই শাহিদ দীলিপকে নিয়ে জেলা হাসপাতালে গেলে সেখান থেকে তাঁকে কানপুরের লালা লাজপত রায় হাসপাতালে রেফার করা হয়। কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় দীলিপ সাইনির।
ফতেপুরের পুলিশ চিফ ধাওয়াল জয়সওয়াল জানান, ঘটনাটি কোতওয়ালি এলাকায় ঘটেছে। তিনি বলেন, “প্রাথমিক তদন্তে জানা গিয়েছে তারা প্রত্যেকেই একে অপরের পরিচিত ছিল। নিজেদের মধ্যে কিছু ঝামেলা হয়েছিল তাঁদের। মামলা দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করা হয়েছে এবং দ্রুত উপযুক্ত ব্যাবস্থা গ্রহণ করা হবে।”