কলকাতা: রাজ্যে অসুর ধ্বংস করে অভয়া শক্তি প্রতিষ্ঠার বছর হোক ২০২৪। বৃহস্পতিবার সন্ধ্যায় মধ্য কলকাতার (Kolkata) সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় গিয়ে এই প্রার্থনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। মহাষ্টমীতে কলকাতার দুর্গাপুজোয় (durga puja) অঞ্জলি দিতে আসছেন সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা (JP Nadda)। সব ঠিকঠাক থাকলে ওই দিন সন্তোষ মিত্র স্কোয়ার, সল্টলেকের বিজে ব্লক এবং বাইপাসের ধারে বিজেপির পুজো মণ্ডপে প্রতিমা দর্শনও করবেন তিনি।
আরজি করের ঘটনায় মৃত ডাক্তার ছাত্রীর স্মরণে এবার দুর্গাপুজোয় উৎসব না করে অনাড়ম্বরভাবে পুজো করার সিদ্ধান্ত নিয়েছে দল। বিজেপি দল হিসাবে কোনও পুজো না করলেও, রাজ্যের বেশ কিছু পুজোর উদ্যোক্তা বিজেপি নেতারা। সেইসব পুজোয় এবার দলীয় সিদ্ধান্ত মেনে এভাবে পুজো করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন প্রথমে বেলেঘাটায় দলীয় ‘শহিদ’ অভিজিৎ সরকারের পুজোয় গিয়ে দীপ জ্বালিয়ে পুজোর উদ্বোধন করেন শুভেন্দু। সঙ্গে ছিলেন রাজ্যনেতা বিশ্বপ্রিয় রায়চৌধুরী।
মধ্য কলকাতায় সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় মায়ের আবাহন অনুষ্ঠানে যোগ দেন শুভেন্দু। এই পুজোর উদ্যোক্তা বিজেপি কাউন্সিলার সজল ঘোষ। গত বছর এই পুজোর উদ্বোধন করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। অষ্টমীতে এসেছিলেন নাড্ডা। এবার আরজি করের আবহে পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন বাতিল করে উদ্যোক্তারা। তবে উদ্বোধনের জাঁকজমক বাদ দিলেও হাজারো মোমবাতি জ্বালিয়ে আরজি করের অভয়া স্মরণ অনুষ্ঠান নিয়েও হই চই হয়েছে যথেষ্ট। সন্তোষ মিত্র স্কোয়ার পুজো মণ্ডপে দাঁড়িয়েই এদিন শুভেন্দু বলেন, এবার যেন অভয়া শক্তি হিসেবে মা দুর্গা রাজ্যে আসেন। রাজ্যের অসুর বিনাশী শক্তি হয়ে উঠুন মা।’
রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও জানিয়েছেন, পুজো উপলক্ষ্যে কয়েকজন কেন্দ্রীয় নেতা, মন্ত্রীর রাজ্যে আসার কথা আছে। এদের মধ্যে নাড্ডা ছাড়াও, কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরদের সফর প্রায় নিশ্চিত। আসতে পারেন স্মৃতি ইরানিও। দেবীপক্ষ শুরু হতেই রাজ্যে পুজো উদ্বোধনে নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে ভার্চুয়াল মাধ্যমে কয়েকশো উদ্বোধন করে পুজো উদ্বোধনের দৌড়ে অনেকটাই পেছনে ফেলে দিয়েছেন বিজেপিকে। যদিও বিজেপির দাবি, এবার পুজোয় তারা কোনও আড়ম্বর, প্রতিযোগিতায় নেই। তবে এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাতে কলকাতার দুই পুজোর উদ্বোধন হয়েছে। শুক্রবার কাঁথিতে অধিকারী পরিবারের পুজো বলে পরিচিত নান্দনিকের পুজোর উদ্বোধন করতে যাচ্ছেন রাজ্যপালও।