নাগরাকাটা: বন বিড়ালের শাবক উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। বুধবার ভুটান সীমান্তের লুকসান চা বাগানের ৯ নম্বর সেকশনে শ্রমিকরা শাবকটিকে দেখতে পান। তাঁরা প্রথমে সেটিকে চিতাবাঘের শাবক ভেবে বন দপ্তরে খবর দেন। এরপর বন দপ্তরের খুনিয়া রেঞ্জের কর্মীরা সেখানে যায়। তবে দুধের শাবক হওয়ায় সেটিকে সেখান থেকে সরানো হয়নি।
বাগানের ম্যানেজার অ্যাপোলো সরকার বলেন, ‘শাবকটি যে বন বিড়ালের তা বন দপ্তর নিশ্চিত করেছে। একটি নিকাশি নালার মধ্যে সেটি ছিল। মায়ের থেকে যাতে আলাদা না হয় সেকারণে বন দপ্তরের নির্দেশে শাবকটি সেখানেই রয়েছে। তাঁরাও সেটিকে নজরে রেখেছে।’
আরও পড়ুন : চিতাবাঘের হামলায় জখম চা শ্রমিক