উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবার কি রাজ্যে চিকিৎসক ধর্মঘট (Doctor strike)? ৩ দিনের মধ্যে আন্দোলনরত জুনিয়ার ডাক্তারদের দাবি রাজ্য সরকার না মেনে নিলে রাজ্যের সরকারি ও বেসরকারি ক্ষেত্রে সর্বাত্মক ধর্মঘটের হুঁশিয়ারি দিলেন জুনিয়ার ডাক্তাররা। সিনিয়ার ডাক্তারদের সঙ্গে বৈঠকের পর শুক্রবার রাতে এই কথা জানান জুনিয়ার ডাক্তারদের প্রতিনিধি দেবাশিস হালদার।
স্বাস্থ্যক্ষেত্রে কিছু পরিবর্তন ও আর জি কর কাণ্ডের (RG Kar Protest) সুবিচারের দাবিতে ধর্মতলায় অনশনে বসেছেন রাজ্যের বিভিন্ন মেডিকেলের জুনিয়ার ডাক্তাররা। ইতিমধ্যে ৬ ডাক্তার অনশন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন। বাকিরাও অসুস্থ শরীরে অনশন মঞ্চেই দিনরাত কাটাচ্ছেন। অথচ সরকারের তরফে কোনও সাড়া মিলছে না বলে অভিযোগ। এই পরিস্থিতিতে শুক্রবার সন্ধ্যায় সিনিয়ার ডাক্তারদের সঙ্গে ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বৈঠকে বসেন আন্দোলনরত জুনিয়ার ডাক্তাররা। বৈঠক শেষে চিকিৎসক দেবাশিস হালদার বলেন, ‘সোমবার পর্যন্ত আমরা একটা সময়সীমা দিচ্ছি। এর মধ্যে মুখ্যমন্ত্রীকে আমাদের সব ক’টা দাবি মানার জন্য আলোচনায় বসতে হবে এবং সব কয়েকটি দাবি মেনে নিতে হবে। যদি তা নয় তবে আগামী মঙ্গলবার সমস্ত সিনিয়র এবং জুনিয়র ডাক্তারদের সংগঠন সরকারি এবং বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যক্ষেত্রে সর্বাধিক ধর্মঘটে যেতে বাধ্য হব।’ জুনিয়ার ডাক্তাররা এও জানিয়েছেন, ধর্মঘটের সময় একজন রোগীরও মৃত্যু হলে তার জন্য সরকার দায়ী থাকবে। এছাড়াও শনিবার ন্যায় বিচার যাত্রার ডাক দিয়েছেন জুনিয়ার ডাক্তাররা। আরজি কর কাণ্ডে নিহত তরুণী চিকিৎসকের বাড়ির সামনে থেকে মিছিল শুরু হয়ে ধর্মতলার অনশন মঞ্চ পর্যন্ত যাবে। রবিবার ধর্মতলায় অনশনমঞ্চে মহাসমাবেশে’র ডাক দেওয়া হয়েছে। সোমবার বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।