উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রকাশ্যে পাকিস্তানের (Pakistan) সেনাপ্রধান আসিম মুনিরের (Army Chief General Asim Munir) পদত্যাগের (Resignation) দাবি তুললেন সে দেশের সেনাবাহিনীর জুনিয়ার আধিকারিকরা (Junior officers)। সূত্রের খবর, পাক সেনাপ্রধানকে কড়া ভাষায় একটি খোলা চিঠি দেওয়া হয়েছে। যাতে অবিলম্বে পদত্যাগের কথা বলা হয়েছে। নাহলে উপযুক্ত ফল ভুগতে হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে মুনিরকে।
মুনিরকে লেখা খোলা চিঠিতে সেনাবাহিনীর জুনিয়ার আধিকারিকরা অভিযোগ করেছেন, সেনাবাহিনীকে রাজনৈতিক নিপীড়ন এবং ব্যক্তিগত প্রতিহিংসার হাতিয়ারে পরিণত করেছেন পাক সেনাপ্রধান। কর্নেল, মেজর, ক্যাপ্টেন এবং জওয়ানরা মিলে ওই চিঠি লিখেছেন। সেখানে স্পষ্ট লেখা রয়েছে, ‘পদত্যাগ করুন, নাহলে জবাবদিহির মুখোমুখি হন। এটি কোনও আবেদন নয়। এটি কোনও আপোসও নয়।’
মুনিরের নেতৃত্ব পাকিস্তানকে ১৯৭১ সালের কলঙ্কিত স্মৃতির কথা মনে করিয়ে দেয় বলে অভিযোগ সেনাবাহিনীর আধিকারিকদের। সেই সময়ই বাংলাদেশ মুক্তিযুদ্ধে পাকিস্তানের লজ্জাজনক হার হয়েছিল। মুনিরের বিরুদ্ধে রাজনৈতিক ভিন্নমত দমন, সাংবাদিকদের নীরবতা এবং গণতান্ত্রিক শক্তিকে দমন করে সেনাবাহিনীর সুনাম নষ্ট করার অভিযোগও করেছেন তাঁরা। ২০২২ সালের এপ্রিলে ইমরান খানকে অপসারণের পর সহিংসতা এবং ২০২৪ সালের নির্বাচনের কথিত কারচুপিকে সেনাবাহিনীর বিশ্বাসযোগ্যতা নষ্ট হওয়ার ঘটনাকে উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে চিঠিতে। এটিকে কেবল একটি বিদ্রোহ নয় বরং পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠানের জন্য একটি অস্তিত্বগত সংকট হিসেবে বর্ণনা করা হয়েছে। সেই সঙ্গে চিঠিতে সতর্ক করে দেওয়া হয়েছে যে, মুনির যদি পদত্যাগ না করেন তাহলে সেনাবাহিনী নিজেই পদক্ষেপ নেবে। সেনা আধিকারিকদের দাবি, মুনিরকে ক্ষমতার থেকে সরিয়ে সেই দায়িত্ব পাক ঊর্ধ্বতন আধিকারিকদের একটি কাউন্সিলের কাছে হস্তান্তর করা হোক।
চিঠিতে পাকিস্তানের বর্তমান অবস্থার একটি ভয়াবহ চিত্রও তুলে ধরা হয়েছে। অর্থনৈতিক পতন, সেনাবাহিনীর বিরুদ্ধে ক্রমবর্ধমান জনসাধারণের অসন্তোষ এবং বালোচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় ক্রমবর্ধমান অস্থিতিশীলতার কথা উল্লেখ করা হয়েছে। তবে শেষ পর্যন্ত সেনাপ্রধান মুনির সতর্কবার্তায় কান দেবেন নাকি অভ্যন্তরীণ ভাঙনের জেরে পাক সেনাবাহিনীতে ক্ষমতার পরিবর্তন ঘটবে, সেটাই দেখার।