কলকাতা: পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল রাখলেন বিচারপতি অমৃতা সিনহা। এই মামলায় তদন্ত করবে সিবিআই।
প্রসঙ্গত, পুর নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শীর্ষ আদালতের নির্দেশমতো এই মামলার বেঞ্চ পরিবর্তিত হয়ে যায় বিচারপতি সিনহার বেঞ্চে। নতুন বেঞ্চে মামলা যাওয়ার পর রাজ্য সরকারের তরফে সিবিআই তদন্তের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানানো হয়। সেই মামলার শুনানি ছিল এদিন।
নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন হুগলির প্রোমোটার অয়ন শীল। এই মামলায় তাঁর অফিস এবং বাড়িতে তদন্ত চালিয়ে ইডি আধিকারিকরা পুরসভার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক তথ্য পান। এরপরই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তদন্তকারীরা। ইডি’র দাবি ছিল, শিক্ষক নিয়োগের পাশাপাশি রাজ্যের বিভিন্ন পুরসভায় একাধিক পদে নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতি হয়েছে। সেই আবেদনের প্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করবে সিবিআই। এই মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। তাতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালত। এরপর মামলাটি পাঠানো হয় কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। সেই মামলায় এমনটা জানালেন বিচারপতি।