উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : সুপ্রিম কোর্টের ৫২তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি বিআর গাভাই। প্রথম বৌদ্ধ হিসেবে এই পদে বসলেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বুধবার তাঁকে শপথবাক্য পাঠ করান। বিআর গাভাই প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার স্থলাভিষিক্ত হলেন। তিনি ২৩ নভেম্বর পর্যন্ত, অর্থাৎ ছয় মাসের বেশি সময় এই পদে থাকবেন।
গাভাই ১৯৮৫ সালে তাঁর আইনি জীবন শুরু করেন। ১৯৮৭ সালে বম্বে হাইকোর্টে স্বাধীনভাবে প্র্যাকটিস শুরুর আগে তিনি প্রয়াত রাজা এস ভোঁসলের সঙ্গে কাজ করতেন।২০১৯-এ সুপ্রিম কোর্টের বিচারপতি হন।
সিজেআই গাভাই শীর্ষ আদালতের বেশ কয়েকটি সাংবিধানিক বেঞ্চেরও অংশ ছিলেন। ২০১৯ সালে জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা প্রদানকারী ৩৭০ ধারা বাতিল করা হয়েছিল। ২০২৩ সালের ডিসেম্বরে কেন্দ্রের এই সিদ্ধান্তকে বহাল রাখার বিষয়ে নির্দেশ দিয়েছিল পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। তার অংশ ছিলেন গাভাই। প্রসঙ্গত, বিচারপতি গাভাই হলেন বিহার, কেরল, সিকিমের প্রাক্তন রাজ্যপাল প্রয়াত আরএস গাভাইয়ের ছেলে।