উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’ (Kalighater Kaku)। শুক্রবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি শুভ্রা ঘোষ তাঁর জামিন মঞ্জুর করেছে। তবে এখনই জেলমুক্তি হচ্ছে না সুজয়কৃষ্ণর। কারণ সিবিআইয়ের (CBI) মামলাতেও নাম রয়েছে তাঁর।
এদিন একাধিক শর্তে জামিন দেওয়া হয়েছে ‘কালীঘাটের কাকু’কে। শর্ত হল, নিম্ন আদালতে পাসপোর্ট জমা রাখতে হবে তাঁকে। শহর ছেড়ে বেরোতে পারবেন না তিনি। বিচার চলাকালীন নিম্ন আদালতে নিয়মিত হাজির থাকতে হবে। মামলার কোনও নথি বিকৃত করতে পারবেন না বলেও স্পষ্ট করেছে হাইকোর্ট। নিম্ন আদালতের অনুমতি ছাড়া নিজের ফোন নম্বরও বদল করতে পারবেন না ‘কালীঘাটের কাকু’।
সুজয়কৃষ্ণ ভদ্রকে ‘শোন অ্যারেস্ট’ করতে চেয়ে আদালতে আবেদন করেছিল সিবিআই। তবে তা এখনও করা সম্ভব হয়নি। এই মুহূর্তে প্রেসিডেন্সি জেলে রয়েছেন সুজয়কৃষ্ণ। ইতিমধ্যে তাঁকে জেরা করতে চেয়ে নিম্ন আদালতে চার বার আবেদন জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
প্রসঙ্গত, দেড় বছর আগে নিয়োগ মামলায় ‘কালীঘাটের কাকু’কে গ্রেপ্তার করেছিল ইডি। তাঁর কণ্ঠস্বরের নমুনাও সংগ্রহ করা হয়েছিল। সেই থেকে তিনি প্রেসিডেন্সি জেলে ছিলেন। সম্প্রতি তাঁকে গ্রেপ্তার করতে চেয়ে বিচার ভবনে সিবিআইয়ের বিশেষ আদালতে আবেদন জানায় কেন্দ্রীয় সংস্থা। আদালত সেই আবেদন মঞ্জুর করে। সিবিআই জানায়, ‘কাকু’র কণ্ঠস্বরের নমুনা প্রয়োজন। তার জন্য তাঁকে হেপাজতে নিতে হবে। কিন্তু সশরীরে হাজির না হলে হেপাজতে নেওয়া যাবে না, জানিয়ে দেয় আদালত। হাজিরার নির্দেশ দেওয়া হলেও পরপর চার বার হাজিরা এড়িয়েছেন সুজয়কৃষ্ণ। জেল কর্তৃপক্ষ আদালতে জানিয়েছেন, ‘কাকু’ অসুস্থ। জেলের হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। ফলে তাঁকে হাজির করানো সম্ভব হচ্ছে না। তাঁর মেডিকেল রিপোর্টও আদালতে জমা দেওয়া হয়েছে।