শিলিগুড়ি: কালিম্পং জেলা হাসপাতালে (Kalimpong Hospital) বুধবার থেকে ডায়ালিসিস পরিষেবা চালু করা হচ্ছে (Dialysis)। এর ফলে জেলাবাসীকে আর ডায়ালিসিসের জন্য শিলিগুড়ি (Siliguri) যেতে হবে না। মঙ্গলবার গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-এর চিফ এগজিকিউটিভ অনীত থাপা বলেছেন, ‘আমাদের বহুদিনের দাবি মেনে রাজ্য সরকার জেলা হাসপাতালে এই পরিষেবা চালু করছে। সম্পূর্ণ বিনামূল্যে কালিম্পংয়ের মানুষ এই পরিষেবা পাবেন।’
কালিম্পংয়ে এতদিন ডায়ালিসিস পরিষেবা না থাকায় রোগীদের শিলিগুড়িতে সরকারি কিংবা বেসরকারি হাসপাতালে যেতে হত। যা অত্যন্ত খরচ এবং সময়সাপেক্ষ। সেই সমস্যা এবার মিটে যাবে বলে আশাবাদী অনীত। তিনি আরও বলেন, ‘কালিম্পংয়ে একটি মেডিকেল কলেজ ও হাসপাতালের দাবি রয়েছে। আমরা এই নিয়ে রাজ্য সরকারের কাছে অনেক আগেই চিঠি দিয়েছি। আশা করছি দ্রুত দাবি পূরণ হবে।’