Thursday, February 13, 2025
Homeআন্তর্জাতিকKamala Harris | সমর্থনের পাশাপাশি বাড়ছে অনুদানের অঙ্ক! এবার তহবিল সংগ্রহেও ট্রাম্পকে...

Kamala Harris | সমর্থনের পাশাপাশি বাড়ছে অনুদানের অঙ্ক! এবার তহবিল সংগ্রহেও ট্রাম্পকে পেরোলেন কমলা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবার তহবিল সংগ্রহেও ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) পেছনে ফেলে এগিয়ে গেলেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস (Kamala Harris)। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত কমলার প্রচার তহবিলে মোট ৪০ কোটি ৪০ লক্ষ ডলার জমা হয়েছে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩ হাজার ৪০০ কোটি টাকা। অন্যদিকে ট্রাম্পের তহবিলে উঠেছে মাত্র ২৯ কোটি ৫০ লক্ষ ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় আড়াই হাজার কোটি টাকা।

মার্কিন নিয়ম অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনে (US Presidential election) কোনও প্রার্থী ১০০ কোটি ডলার পর্যন্ত খরচ করতে পারেন। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৮৪০০ কোটি টাকা। এদিকে বাইডেনের পরিবর্তে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে কমলার নাম ঘোষণা হতেই সমর্থন বেড়েছে ডেমোক্র্যাটদের। অনুদানের অঙ্কও বেড়েছে লাফিয়ে লাফিয়ে। গত অগাস্ট মাসেই তহবিল সংগ্রহের দিকে থেকে ট্রাম্পকে অনেকটাই ছাড়িয়ে গিয়েছেন কমলা। আগস্টেই কমলা তহবিল সংগ্রহ করেছেন ৩৬ কোটি ১০ লক্ষ ডলার। আর ট্রাম্প সংগ্রহ করেছেন ১৩ কোটি ডলার।

উল্লেখ্য, আগামী ৫ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন রয়েছে। যদিও প্রথমে হিসেবে বাইডেনকেই নির্বাচনে ডেমোক্র্যাট পদপ্রার্থী করা হয়েছিল। কিন্তু জুন মাসে ট্রাম্প ও বাইডেনের বিতর্কের পর ডেমোক্র্যাটিক পার্টির অন্দরেই প্রশ্ন ওঠে, বাইডেন কি শারীরিক ও মানসিকভাবে আগামী ৪ বছরের জন্য দেশ পরিচালনার দায়িত্ব নিতে সক্ষম? এই নিয়ে অনেক জল্পনা চলছিল অনেকদিন ধরেই। তবে তৃতীয়বার কোভিড আক্রান্ত হবার পর বাইডেন নির্বাচন থেকে সরে আসার কথা ঘোষণা করেন। বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে তিনি প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনীত করেন। পরবর্তীতে ডেমোক্র্যাটিক পার্টির ন্যাশনাল কনভেনশনে আনুষ্ঠানিকভাবে কমলার প্রার্থীপদ নিশ্চিত হয়। সম্প্রতি জনমত সমীক্ষায়ও ট্রাম্পকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছেন কমলা। এবার নির্বাচনের ফল কী হয় সেটাই দেখার অপেক্ষা।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img
[td_block_21 custom_title="LATEST POSTS"]

Most Popular