উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কামদুনি ধর্ষণকাণ্ডে দোষীদের মৃত্যুদণ্ড মকুব হয়েছে। তা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। কলকাতা হাইকোর্টের এমন সিদ্ধান্তের পর ক্ষোভে ফেটে পড়েছেন কামদুনির প্রতিবাদীরা। তারপরই বৃহস্পতিবার জাতীয় মহিলা কমিশনের অফিসে পৌঁছেছেন কামদুনির প্রতিবাদী মৌসুমী, টুম্পারা। সেখানে গিয়ে জাতীয় মহিলা কমিশনার রেখা শর্মার সঙ্গে দেখা করে রাজ্যের নারী সুরক্ষার বিষয়টি তুলে ধরার কথা রয়েছে তাঁদের। পাশাপাশি দিল্লির যন্তর মন্তরে ধর্নায় বসার কথা রয়েছে তাঁদের।
কামদুনিকাণ্ডে কলকাতা হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে আবেদন করেছে রাজ্য সরকার। তবে এদিন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে এসএলপি দায়ের করতে পারেন কামদুনির প্রতিবাদীরা। এছাড়া বুধবার দিল্লি পৌঁছে আইনজীবী বাসুরি স্বরাজের সঙ্গেও দেখা করেছেন টুম্পারা।
প্রসঙ্গত, কামদুনি ধর্ষণকাণ্ডে ব্যতিক্রমী রায় ঘোষণা করেছিল কলকাতা হাইকোর্ট। নিম্ন আদালতের রায়ে ফাঁসির সাজাপ্রাপ্ত একজনকে বেকসুর খালাস করে দেওয়া হয়েছে। এছাড়াও আরও দুই ফাঁসির সাজাপ্রাপ্তের সাজার পরিমাণ কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করা হয়েছে। পাশাপাশি নিম্ন আদালতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তিনজনকে বেকসুর খালাস করে দেওয়া হয়েছে। এই রায় ঘোষণার পর হতাশায় ভেঙে পড়েছে কামদুনির প্রতিবাদীরা।