লাহোর: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট এখনও কাটেনি। আইসিসির গুরুত্বপূর্ণ যে ট্রফি নিয়ে মেঘ-রোদ্দুরের খেলা চলছে। এরমধ্যেই ইংল্যান্ড সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বড় আর্থিক ক্ষতির আশঙ্কায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। ৭ অক্টোবর মুলতানে সিরিজের প্রথম টেস্ট। মাঝে মাত্র সপ্তাহ দুয়েক। কিন্তু এখনও আন্তর্জাতিক মিডিয়া স্বত্ব চুক্তি হয়নি। দেশি-বিদেশি বেশ কিছু সংস্থা এগিয়ে এলেও পিসিবির প্রত্যাশিত অর্থের অর্ধেকও কেউ দিতে নারাজ।
সম্প্রচার স্বত্ব নিয়ে জমা পড়া বিড আর্থিক কারণে ইতিমধ্যে বাতিল করেছে পিসিবি। কিন্তু মাঝে বেশ কিছুদিন কেটে গেলেও নতুন কেউ এগিয়ে আসেনি। স্কাই স্পোর্টস আগ্রহ দেখালেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফলস্বরূপ, পাকিস্তানের বাইরে ইংল্যান্ড সিরিজের ম্যাচ সম্প্রচার নিয়ে অচলাবস্থা।
পাক সংবাদমাধ্যমের খবর, তিন বছরের আন্তর্জাতিক মিডিয়া স্বত্বের জন্য ২১ মিলিয়ন ডলার দাবি করেছিল পিসিবি। কিন্তু সেই অঙ্কের ধারেকাছে কোনও বিড জমা পড়েনি। সর্বোচ্চ ৭.৮ মিলিয়ন ডলারের বিড করে স্পোর্টস ফাইভ নামে এক বিদেশি সংস্থা। বাকি দুই সংস্থার বিড যথাক্রমে ৪.১ ও ২.২৫ মিলিয়ন ডলার। প্রাথমিকভাবে রাজি না হলেও শেষপর্যন্ত বড়সড়ো ক্ষতি মেনে নিয়েই কম অর্থেই রাজি হতে চলেছে পিসিবি।
এদিকে পাক ক্রিকেটের সাম্প্রতিক ব্যর্থতা নিয়ে পিসিবিকে নিশানা করেছেন কামরান আকমল। পরামর্শ, ভারতের থেকে শিক্ষা নিক পাকিস্তান ক্রিকেট বোর্ড। চেন্নাই টেস্টে বাংলাদেশকে ভারত দুরমুশ করার পর কামরান বলেছেন, ‘বিসিসিআইয়ের পেশাদারিত্ব, ভারতীয় দল, নির্বাচক কমিটি, অধিনায়ক, কোচ- সবকিছু থেকে শিক্ষা নিক পিসিবি। এইসব বিষয়ই একটা দলকে এক নম্বর করে তোলে। আমরা যদি সবদিক থেকে সঠিক হই, তাহলে এই পরিণতি হয় না। বাস্তব মানতে হবে। ইগো দেখালে চলবে না। আর এটাই সমস্যা পাকিস্তান ক্রিকেটের।’
রবিচন্দ্রন অশ্বীনকে নিয়ে উচ্ছ্বসিত কামরান। প্রাক্তন পাক তারকার কথায়, ‘অসাধারণ পারফরমেন্স। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট। কঠিন পরিস্থিতিতে ব্যাট হাতে সেঞ্চুরি। রবীন্দ্র জাদেজার সঙ্গে ম্যাচ জেতানো যুগলবন্দি। এই দুজনকে ছাড়া হোম সিরিজে ভারতের পক্ষে দল অসম্পূর্ণ। বিগ পারফর্মার, ধারাবাহিকভাবে যার প্রতিফলন ঘটাচ্ছে। আর ঋষভ পন্থ যেভাবে ফিরে এসেছে, মেডিকেল প্যানেলকে কুর্নিশ জানাব। কুর্নিশ ওর ট্রেনারদের, যাঁরা ঋষভকে এভাবে মাঠে ফিরতে সাহায্য করেছে।’