উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে জট কাটল। শীঘ্রই মুক্তি পাচ্ছে কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) ছবি ‘ইমার্জেন্সি’ (Emergency)। ২০২৫-এর ১৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে ছবিটি। ছবিটি গত বছর ৬ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা থাকলেও সেন্সর বোর্ডের তরফে ছাড়পত্র মেলেনি।
ছবিতে তুলে ধরা হয়েছে ১৯৭৭ সালের ভারতের জরুরি অবস্থার কথা। ছবির এক ঝলক মুক্তি পেয়েছিল আগেই। সোমবার সকালে দ্বিতীয় ঝলক প্রকাশ্যে এল। ১ মিনিট ৫০ সেকেন্ডের এই ঝলকে কঙ্গনাকে দেখা গিয়েছে নানা মেজাজে। কখনও তিনি যুদ্ধ ঘোষণা করছেন। কখনও মুখে স্মিত হাসি রেখে বলছেন, ‘ইন্ডিয়া ইজ ইন্দিরা, অ্যান্ড ইন্দিরা ইজ ইন্ডিয়া।’ কঙ্গনাকে ইন্দিরা গান্ধির (Indira Gandhi) বেশে দেখে উত্তেজিত নেটাগরিকরা। কঙ্গনার অনুরাগীদের অনেকের দাবি, আরও একটি জাতীয় পুরস্কারের দিকে এগোচ্ছেন অভিনেত্রী!