উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় এবার আগামী প্রজন্মের ‘দুরবস্থা’ নিয়ে সুর চড়ালেন অভিনেত্রী তথা সাংসদ কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে, তরুণ প্রজন্মের বেশ কয়েকজনকে সঞ্চালিকা প্রশ্ন করছেন।
তিনি জিজ্ঞাসা করেন, আমাদের দেশের রাষ্ট্রপতির (President) নাম কী? কিন্তু কেউই সঠিক উত্তর দিতে পারেনি। একজন বলে ওঠে, ‘আমি ভুল গিয়েছি।’ আবার আরেকজনের কথা, ‘এখন বোধহয় কোনও পুরুষ রাষ্ট্রপতি রয়েছেন।’ এরকমই একাধিক উত্তর দিলেও, কেউই সঠিক উত্তর দিতে পারেনি।
আর এই ভিডিও সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় স্ক্রিনশট শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘যুদ্ধ নয়, তবে ফড়িংয়ের মতো মস্তিষ্কের কোষ আমাদের পরবর্তী প্রজন্মকে শেষ করবে।’ নিজের মতামত নিয়ে বরাবরই ঠোঁটকাটা কঙ্গনা। এবার তরুণ প্রজন্মকে নিয়ে তাঁর এই মন্তব্যও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।