কানপুর: নিরাপত্তাকর্মীদের সঙ্গে গ্রিনপার্কের নিরাপত্তায় লেঙুড়! এমনই অদ্ভূতুড়ে কাণ্ড শুক্রবার শুরু ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ঘিরে। কানপুরে বাঁদরের উপদ্রব দৈনন্দিন ঘটনা। গ্রিনপার্কও তার ব্যতিক্রম নয়। স্টেডিয়ামের আশপাশের গাছে থাকা বাঁদরের দল খিদে এবং তৃষ্ণা মেটাতে মাঝেমধ্যেই হানা দেয় স্টেডিয়ামে।
বাঁদর দলের নজর থাকে মূলত ‘সি’ ব্লকের দর্শকদের খাবার, জল। সবচেয়ে সমস্যায় পড়েন টেলিভিশন কর্মী এবং ক্যামেরাম্যানরা। সমস্যার জট বাঁদরের পাল তাড়াতে অভিনব পন্থা নিয়েছে আয়োজক উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থা। প্রশিক্ষিত লেঙুড় (লম্বা লেজের বাঁদর জাতীয় প্রাণী) ভাড়া করে আনা হয়েছে পাহারার জন্য।
গ্রিনপার্কে অবশ্য এটা নতুন ঘটনা নয়। অতীতে লেঙুড়কে কাজে লাগানো হয়েছে। এখানে অনুষ্ঠিত শেষ দুই আন্তর্জাতিক ম্যাচেও একই পদক্ষেপ করা হয়। লাভও হয়। ভেনু ডিরেক্টর সঞ্জয় কাপুর বলেন, ‘বাঁদর দলের উপদ্রব, আতঙ্ক এড়াতে লেঙুড়কে এনে রেখেছি আমরা।’