বিশ্বজিৎ সরকার, রায়গঞ্জ: এক নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস, পরে ওই নাবালিকার নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার অভিযোগ উঠল এক তরুণের বিরুদ্ধে। করণদিঘি (Karandighi) থানায় সোমবার বিকেলে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নাবালিকার মা। ওই তরুণের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে। তরুণের বাড়ি ডালখোলা থানার একটি গ্রামে। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজুর পাশাপাশি তথ্য প্রযুক্তি আইনে মামলা রুজু হয়েছে।
পুলিশসূত্রে খবর, অভিযুক্ত তরুণের সঙ্গে বছরখানেক আগে পরিচয় হয় ওই নাবালিকার। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই নাবালিকার সঙ্গে একাধিকবার সহবাস করে। ঘনিষ্ঠ মুহূর্তের ছবি মুঠোফোনে বন্দি করে। নাবালিকা তাকে বিয়ের কথা বললে টালবাহানা শুরু করে। সঙ্গে চলে ব্ল্যাকমেল। অভিযুক্ত ওই তরুণের পরিবারকে এই বিষয়ে জানানো হলে তারা উলটে নাবালিকাকে বেধড়ক মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। অপমান সহ্য করতে না পেরে এদিন বিকেলে শোয়ার ঘরে গলায় ওড়নার ফাঁস জড়িয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই নাবালিকা। পরিবারের লোকেরা দেখে ফেলার সঙ্গে সঙ্গে মেয়েকে নামিয়ে রায়গঞ্জ মেডিকেলে (Raiganj Medical College & Hospital) নিয়ে আসে। তার অবস্থা আশঙ্কাজনক। শোকাতুর নাবালিকার মা জানিয়েছেন, ‘মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করেছে ওই তরুণ। তাকে বারবার বিয়ের কথা বলা হলে টালবাহানা করতে থাকে। ওর বাড়িতে বিয়ের বিষয়ে কথা বলায় ওর বাড়ির লোক আমার মেয়ে অকথ্য ভাষায় অপমান করে। মারধর দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। অপমান সহ্য করতে না পেরে মেয়ে আত্মহত্যার চেষ্টা করে। মেয়ে এখন রায়গঞ্জ মেডিকেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।’ রায়গঞ্জ জেলা পুলিশ সুপার মহম্মদ সানা আক্তার বলেন, ‘কিছুক্ষণ আগে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।’