উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বয়সের সঙ্গে আসা পরিবর্তনগুলিকে সবসময় খোলা মনে গ্রহণ করেছেন বলিউডের ‘বেবো’। হলিউড অভিনেত্রী এবং লেখিকা জিলিয়ান অ্যান্ডারসনের সঙ্গে খোলামেলা কথোপকথন বলিউড অভিনেত্রা কারিনা কাপুর খানের (Kareena Kapoor Khan)। সেই সাক্ষাৎকারে করিনা তাঁর মুখের বলিরেখা নিয়ে কথা বলেন।
সম্প্রতি একটি পডকাস্টে সইফ ঘরনী বলেন, ‘মুখের বিভিন্ন জায়গায় বেশকিছু রেখা আমার খুব ভালোলাগে। আমি মনে করি ২০ বছরের তুলনায় ৪০ বছর বয়সে এসে আমি বেশি খুশি। আমি চাই জীবন স্বাভাবিক গতিতে চলুক। আমি এখনও বৃদ্ধ হইনি।’
বেবোর কথায়, একজন মেয়ে মানেই সবসময় ‘লাজুক’ হবে, এমনটা ভাবা ভুল। এই ধারণাটির কিছুটা পরিবর্তিত হচ্ছে বলেও মনে করেন করিনা। সিনিয়র মনোরোগ বিশেষজ্ঞ জ্যোতি কাপুরও করিনার সঙ্গে সহমত পোষণ করেন। তাঁর মতে, সময়ের সঙ্গে সঙ্গে জীবনে নানা পরিবর্তন আসে। যাঁরা সেটা মেনে নিতে পেরেছেন, তাঁদের জীবনে সাফল্য এসেছে।