Saturday, June 10, 2023
Homeজাতীয়‘কর্ণাটকে বিজেপি ১৩০-১৩৫টি আসন পাবে’, ভোট দিয়ে বেরিয়ে দাবি ইয়েদুরাপ্পার

‘কর্ণাটকে বিজেপি ১৩০-১৩৫টি আসন পাবে’, ভোট দিয়ে বেরিয়ে দাবি ইয়েদুরাপ্পার

নিউজ ব্যুরো: কর্ণাটকে বিধানসভা নির্বাচনে বিজেপি ১৩০-১৩৫টি আসন পেতে চলেছে, এমনটাই  দাবি করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পা। বুধবার সকাল ৭টায় কর্ণাটকে ভোটগ্রহণ শুরু হয়েছে। দক্ষিণ ভারতের এই বিজেপি শাসিত রাজ্যে ২২৪টি বিধানসভা আসনে ভোট হচ্ছে। ভোট গণনা ১৩ মে।

এদিন ভোট দেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা। ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘সকাল, সকাল ভোট দিন। আমি ১০০ শতাংশ নিশ্চিত যে মানুষ বিজেপির পক্ষেই ভোট দেবেন। রাজ্যের ৭৫ থেকে ৮০ শতাংশ মানুষ বিজেপিকে সমর্থন করবেন। আমরা ১৩০-১৩৫টি আসন পেতে চলেছি।’ এছাড়া ভোট দিয়েছেন ইনফোসিস কর্ণধার নারায়ণ মূর্তি এবং তাঁর স্ত্রীও।

এবার কর্ণাটকে মোট ভোটার প্রায় ৫ কোটি ৩০ লক্ষ। তাঁদের মধ্যে প্রায় ২ কোটি ৬৬ লক্ষ পুরুষ এবং ২ কোটি ৬২ লক্ষ মহিলা। এই রাজ্যে লড়াই মূলত বিজেপি ও কংগ্রেসের। তবে দক্ষিণ কর্ণাটকে বেশ শক্ত ঘাঁটি রয়েছে এইচডি দেবেগৌড়ার জেডিএস-এর।

Samrat Saha
Samrat Sahahttps://uttarbangasambad.com/
Samrat Saha is working as Sub-Editor Since 2017. Presently he is attached with Uttarbanga Sambad. He is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments