উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জমি দুর্নীতি মামলায় বড় স্বস্তি কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার (Karnataka CM Siddaramaiah)। ৩ হাজার কোটির কেলেঙ্কারিতে সিদ্দারামাইয়া, তাঁর স্ত্রী এবং অন্য অভিযুক্তকে বুধবার ক্লিনচিট দিয়েছে সে রাজ্যের লোকায়ুক্ত। তাঁদের বিরুদ্ধে কোনও প্রমাণ মেলেনি বলে রিপোর্টে জানানো হয়েছে।
মাইসুরু নগর উন্নয়ন কর্তৃপক্ষ (মুডা)-এর জমি কেলেঙ্কারি (MUDA Land Scam Case) মামলায় গত বছর নাম জড়িয়েছিল কর্ণাটকের মুখ্যমন্ত্রী, তাঁর স্ত্রী পার্বতী এবং শ্যালক মল্লিকার্জুনের। আন্দোলনকারীরা রাজ্যপালের কাছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরকারি প্লট নিয়ে দুর্নীতির অভিযোগ আনেন।
তাঁদের দাবি ছিল, সিদ্দারামাইয়া নথিপত্র বদলে তাঁর স্ত্রী পার্বতীকে এমইউডিএ-র আবাসন প্রকল্পে মহার্ঘ প্লট সস্তায় পাইয়ে দিয়েছেন। এর ফলে প্রায় তিন হাজার কোটি টাকার সুবিধা পেয়েছেন তিনি। জমি বণ্টনে দুর্নীতির অভিযোগে কর্ণাটকের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা, তাঁর স্ত্রী পার্বতী এবং শ্যালকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়। সেই মামলায় বিচার প্রক্রিয়া শুরুর অনুমোদন দেন কর্ণাটকের রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলট। কর্ণাটকের লোকায়ুক্ত আদালতের নির্দেশে সিদ্দারামাইয়ার বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেওয়া হয়। সিদ্দারামাইয়া ও অন্য অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়। এদিন সেই তদন্তপ্রক্রিয়া শেষ হয়েছে।