নয়াদিল্লি: কুর্সি বদলের পথে কর্ণাটক। কন্নড়ভূমে গদি হারানোর পথে বিজেপি। শনিবার সকাল থেকেই জয়ের ট্রেন্ড দেখা যায়। এদিকে বিজেপিকে পেছনে ফেলে কংগ্রেসের আসন সংখ্যা এক এক করে বাড়ায় উচ্ছ্বাস শুরু হয়ে যায় দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে।
দিল্লিতে সদর দপ্তরে ঢাক-ঢোল বাজিয়ে নাচে মেতে ওঠেন দলীয় কর্মী-সমর্থকরা। জয়ের পথ মসৃণ হতে হাসিমুখে দেখা যায় বর্ষীয়ান কংগ্রেস নেতা সিদ্দারামাইয়াকে। বেঙ্গালুরুতেও একই ছবি ধরা পড়ে। উচ্ছ্বাসে মেতে ওঠেন দলীয় কর্মী-সমর্থকরা। দলীয় পতাকা নিয়ে ওঠে স্লোগান। একে অপরকে অভিনন্দন জানান। দল ম্যাজিক ফিগার পেরোতে, আগামীকাল বেঙ্গালুরুতে পরিষদীয় দলের বৈঠক ডেকেছে কংগ্রেস। এদিকে কর্ণাটক জয়ের আগাম উচ্ছ্বাসের ছবি দেখা গিয়েছে পশ্চিমবঙ্গেও। জেলায়, জেলায় মেতে উঠেছেন কংগ্রেস কর্মী-সমর্থকরা।