Sunday, May 28, 2023
HomeBreaking Newsকর্ণাটকে বিরাট জয় কংগ্রেসের, ফ্লপ মোদি-শা জুটি

কর্ণাটকে বিরাট জয় কংগ্রেসের, ফ্লপ মোদি-শা জুটি

বেঙ্গালুরু: কর্ণাটকে বিরাট জয় কংগ্রেসের। উচ্ছ্বাসে মাতলেন দলীয় কর্মী-সমর্থকরা। শনিবার সকাল থেকেই বিভিন্ন আসনে হাতশিবিরের প্রার্থীরা এগিয়েছিলেন। সময় যত গড়িয়েছে ততই বেড়েছে ব্যবধান। নির্বাচন কমিশনের তথ্য মোতাবেক, ১৩৬টি আসনে জয় পেয়েছে কংগ্রেস। বিজেপি জয় পেয়েছে ৬৫টি আসনে। জনতা দল (সেক্যুলার) ১৯টিতে জিতেছে। নির্দল ২টি, কল্যাণ রাজ্য প্রগতি পক্ষ ও সর্বদয় কর্ণাটক পক্ষ ১টি করে আসন পেয়েছে। কর্ণাটকে মোট আসন ২২৪টি। একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গঠনের জন্য ম্যাজিক ফিগার ১১৩টি। সেখানে একাই ১৩৬টি আসন পেয়েছে হাত শিবির।

এদিকে, বিপুল জয় নিশ্চিত হতেই দিল্লি, বেঙ্গালুরুতে উচ্ছ্বাসে মেতেছেন কংগ্রেস কর্মী-সমর্থকরা। জয়ের পথ মসৃণ হতেই হাসিমুখে দেখা যায় বর্ষীয়ান কংগ্রেস নেতা সিদ্দারামাইয়াকে। দল ম্যাজিক ফিগার পেরোতেই রবিবার বেঙ্গালুরুতে পরিষদীয় দলের বৈঠক ডেকেছে কংগ্রেস।

অন্যদিকে, কর্ণাটকে হার স্বীকার করে নিয়েছেন বিজেপির বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। ভোটের ফল প্রসঙ্গে বলেন, ‘প্রধানমন্ত্রী এবং বিজেপি কর্মীদের প্রচেষ্টা সত্ত্বেও আমরা দাগ কাটতে পারিনি। পূর্ণাঙ্গ ফল প্রকাশ হলেই আমরা পর্যালোচনা করব।’

তবে জয় নিশ্চিত হলেও ঘোড়া কেনাবেচা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কংগ্রেসের একাংশ। সরকার গড়তে অন্য দল এবং নির্দল বিধায়কদের নিজেদের দিকে টানতে লোভনীয় প্রস্তাব দিতে পারে বিজেপি, এমন আশঙ্কার কথা জানিয়েছেন কংগ্রেস নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments