উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) কার্তিক মহারাজ (Kartik Maharaj) প্রসঙ্গে যে মন্তব্য করেছেন তা নিয়ে কার্যত ঝড় উঠেছে গোটা রাজ্যে। এরই মধ্যে শিলিগুড়ি রামকৃষ্ণ মিশন (Siliguri Ramkrishna Mission) আশ্রমে হামলার ঘটনা সামনে আসে। এই দুই ঘটনাকে কেন্দ্র করে বড় পদক্ষেপ নিলেন কার্তিক মহারাজ। চাইলেন কেন্দ্রীয় নিরাপত্তা (Central security)। মঙ্গলবার সংবাদমাধ্যমের সামনে একথা নিজেই জানালেন।
এদিন নিরাপত্তার দাবি জানিয়ে সংবাদমাধ্যমের সামনে কার্তিক মহারাজ বলেন, ‘শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনের মতো আমাদের ওপরেও হামলা হতে পারে। আমরা কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারকে জানিয়েছি। আমাদের এখানে বহু আবাসিক ছাত্র থাকে। তারা ভয় পাচ্ছে। তাদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়ার অনুরোধ করেছি। রাজ্য পুলিশের (Police) আধিকারিকদেরও আমরা বিষয়টা জানাব। ১২টা স্কুল থেকে অনেক ছাত্রের অভিভাবক আমাদের ফোন করেছে। ১২ হাজার ছাত্র রয়েছে। তাদের নিরাপত্তার কথা আমাদের ভাবতে হয়। যাদের অধিকাংশই সংখ্যালঘু। যদিও অভিভাবকেরা আমাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।’
প্রসঙ্গত, গত রবিবার রাতে শিলিগুড়ির সেবক রোডে রামকৃষ্ণ মিশন আশ্রমে হামলা চালিয়েছিল কিছু দুষ্কৃতী। সন্ন্যাসীদের মারধর, নিরাপত্তারক্ষীদের অপহরণ পর্যন্ত করা হয়েছিল। এই ঘটনা প্রসঙ্গ উল্লেখ করেই নিরাপত্তার দাবি জানিয়েছেন কার্তিক মহারাজ।