সোমবার, ১৭ মার্চ, ২০২৫

Kartik Maharaj | হামলার আশঙ্কা, কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে দরবার কার্তিক মহারাজের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  লোকসভা ভোটের আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) কার্তিক মহারাজ (Kartik Maharaj) প্রসঙ্গে যে মন্তব্য করেছেন তা নিয়ে কার্যত ঝড় উঠেছে গোটা রাজ্যে। এরই মধ্যে শিলিগুড়ি রামকৃষ্ণ মিশন (Siliguri Ramkrishna Mission) আশ্রমে হামলার ঘটনা সামনে আসে। এই দুই ঘটনাকে কেন্দ্র করে   বড় পদক্ষেপ নিলেন কার্তিক মহারাজ। চাইলেন কেন্দ্রীয় নিরাপত্তা (Central security)। মঙ্গলবার সংবাদমাধ্যমের সামনে একথা নিজেই জানালেন।

এদিন নিরাপত্তার দাবি জানিয়ে সংবাদমাধ্যমের সামনে কার্তিক মহারাজ বলেন, ‘শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনের মতো আমাদের ওপরেও হামলা হতে পারে। আমরা কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারকে জানিয়েছি। আমাদের এখানে বহু আবাসিক ছাত্র থাকে। তারা ভয় পাচ্ছে। তাদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়ার অনুরোধ করেছি। রাজ্য পুলিশের (Police) আধিকারিকদেরও আমরা বিষয়টা জানাব। ১২টা স্কুল থেকে অনেক ছাত্রের অভিভাবক আমাদের ফোন করেছে। ১২ হাজার ছাত্র রয়েছে। তাদের নিরাপত্তার কথা আমাদের ভাবতে হয়। যাদের অধিকাংশই সংখ্যালঘু। যদিও অভিভাবকেরা আমাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।’

প্রসঙ্গত, গত রবিবার রাতে শিলিগুড়ির সেবক রোডে রামকৃষ্ণ মিশন আশ্রমে হামলা চালিয়েছিল কিছু দুষ্কৃতী। সন্ন্যাসীদের মারধর, নিরাপত্তারক্ষীদের অপহরণ পর্যন্ত করা হয়েছিল। এই ঘটনা প্রসঙ্গ উল্লেখ করেই নিরাপত্তার দাবি জানিয়েছেন কার্তিক মহারাজ।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Darjeeling | সাদা গায়ে কালো ডোরাকাটা দাগ! দার্জিলিং চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ আকাশ ও নাগমণি

দার্জিলিং: আকাশ এবং নাগমণি, দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিকাল...

Lex Fridman Podcast | ‘পেয়েছি কেবল শত্রুতা এবং বিশ্বাসঘাতকতা’, পাকিস্তানের সঙ্গে শান্তি স্থাপন প্রসঙ্গে অকপট মোদি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি বিশ্বখ্যাত লেক্স ফ্রিডম্যানের পডকাস্টে(Lex...

PM Narendra Modi | স্বামীজিই অনুপ্রেরণা, চেয়েছিলেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী হতে, জানালেন নরেন্দ্র মোদি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ‘স্বামী বিবেকানন্দই আমার জীবনের অনুপ্রেরণা।...

Narendra Modi | কোন পথে রাশিয়া-ইউক্রেনের মধ্যে শান্তি স্থাপন ? সাক্ষাৎকারে বড় দাবি করলেন মোদি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাশিয়া ও ইউক্রেনকে আলোচনার টেবিলে...