উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তরুণ প্রজন্মের হার্টথ্রব অভিনেতা কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। পরপর বেশকিছু ছবিতে ভিন্ন চরিত্রে কাজ করেছেন তিনি। তবে তাঁকে নাকি বি টাউন থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। এমনটাই দাবি করলেন গায়ক ও সংগীত পরিচালক আমাল মালিক (Amaal Mallik)। সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মতোই কি পরিণতি হবে কার্তিক আরিয়ানের?।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আমাল দাবি করেন, ইন্ডাস্ট্রি কার্তিক আরিয়ানকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। ঠিক যেমনটা তাঁরা প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ক্ষেত্রে করেছিল। আমাল দাবি করেছে, বড় প্রযোজক এবং তারকারা এমন একটি দলের অংশ যাঁরা কার্তিককে বাইরে ঠেলে দিতে চায়।
বলিউডের (Bollywood) অন্ধকার দিক নিয়ে বেশকিছু বিষয় ফাঁস করেন আমাল। তিনি বলেছেন, ‘এই জগতের আসল রূপ মানুষের কাছে এখন অনেকটাই পরিষ্কার। এই জগৎ এতই অন্ধকার, একজন মানুষের জীবনটাই থাকল না। সুশান্ত সিং রাজপুত এই অন্ধকার জগৎটাকে সামাল দিয়ে উঠতে পারেননি। কেউ বলে তিনি আত্মঘাতী হয়েছেন, কেউ বলে তাঁকে খুন করা হয়েছে। যেটাই হোক, মানুষটা তো চলে গেলেন!’ একই জিনিস পরোক্ষে কার্তিক আরিয়ানের সঙ্গে করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি আমালের।
কার্তিক প্রসঙ্গে আমালের দাবি, ‘কার্তিকও বাইরে থেকে এসে নিজের জায়গা তৈরি করেছেন। বহু সফল ছবি রয়েছে ওঁর। তাই ওঁকেও সরানোর ষড়যন্ত্র করছেন অনেকে। সবই ক্ষমতার লড়াই। বড় বড় প্রযোজক-অভিনেতারা এই সব করেন।’