মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

Kartik Aaryan | সুশান্তের মতোই পরিণতি হবে কার্তিকের! কেন এমন বললেন আমাল মালিক?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তরুণ প্রজন্মের হার্টথ্রব অভিনেতা কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। পরপর বেশকিছু ছবিতে ভিন্ন চরিত্রে কাজ করেছেন তিনি। তবে তাঁকে নাকি বি টাউন থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। এমনটাই দাবি করলেন গায়ক ও সংগীত পরিচালক আমাল মালিক (Amaal Mallik)। সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মতোই কি পরিণতি হবে কার্তিক আরিয়ানের?।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আমাল দাবি করেন, ইন্ডাস্ট্রি কার্তিক আরিয়ানকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। ঠিক যেমনটা তাঁরা প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ক্ষেত্রে করেছিল। আমাল দাবি করেছে, বড় প্রযোজক এবং তারকারা এমন একটি দলের অংশ যাঁরা কার্তিককে বাইরে ঠেলে দিতে চায়।

বলিউডের (Bollywood) অন্ধকার দিক নিয়ে বেশকিছু বিষয় ফাঁস করেন আমাল। তিনি বলেছেন, ‘এই জগতের আসল রূপ মানুষের কাছে এখন অনেকটাই পরিষ্কার। এই জগৎ এতই অন্ধকার, একজন মানুষের জীবনটাই থাকল না। সুশান্ত সিং রাজপুত এই অন্ধকার জগৎটাকে সামাল দিয়ে উঠতে পারেননি। কেউ বলে তিনি আত্মঘাতী হয়েছেন, কেউ বলে তাঁকে খুন করা হয়েছে। যেটাই হোক, মানুষটা তো চলে গেলেন!’ একই জিনিস পরোক্ষে কার্তিক আরিয়ানের সঙ্গে করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি আমালের।

কার্তিক প্রসঙ্গে আমালের দাবি, ‘কার্তিকও বাইরে থেকে এসে নিজের জায়গা তৈরি করেছেন। বহু সফল ছবি রয়েছে ওঁর। তাই ওঁকেও সরানোর ষড়যন্ত্র করছেন অনেকে। সবই ক্ষমতার লড়াই। বড় বড় প্রযোজক-অভিনেতারা এই সব করেন।’

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Saurav Ganguly’s biopic | ‘ক্রিকেট খেলতে জানি কিন্তু…’, সৌরভের বায়োপিকের জন্য আরও প্রস্তুতি দরকার রাজকুমারের!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সৌরভ গঙ্গোপাধ্যায়ের চরিত্র পর্দায় ফুটিয়ে...

Gurugram | হরিয়ানায় র‍্যাপারের গাড়ি লক্ষ্য করে চলল গুলি, অল্পের জন্য রক্ষা পেলেন ফাজিলপুরিয়া

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অজ্ঞাতপরিচয় হামলাকারীদের গুলি থেকে অল্পের...

Bardhaman | ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছেন বাংলা টিভি সিরিয়ালের অভিনেত্রী সুমি, বলতে পারছেন না ঠিকানা!

প্রদীপ চট্টোপাধ্যায় বর্ধমান: মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে বাংলা টিভি...

Madhumita Sarcar | দিনক্ষণ পাকা, দ্বিতীয়বার সাতপাকে বাঁধা পড়তে চলেছেন মধুমিতা!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত বছরই প্রেমিক দেবমাল্য চক্রবর্তীকে...