উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সুদর্শন চেহারা। পর্দায় একের পর এক ভিন্ন স্বাদের চরিত্র চিত্রায়ণ। সবমিলিয়ে এখন বলিউডের (Bollywood) নবীন প্রজন্মের ‘হার্টথ্রব’ তিনি। বলিউডের সেই ‘এলিজিবল ব্যাচেলর’ কার্তিক আরিয়ান (Kartik Aaryan) বিয়ে করবেন কবে? বারাণসীর (Varanasi) ঘাটে এবার মা গঙ্গাকে সাক্ষী রেখে নিজেই তাঁর ইঙ্গিত দিলেন অভিনেতা।
‘ভুলভুলাইয়া ৩’ যখন বক্স অফিস কাঁপাচ্ছে, তখন কার্তিক মজে ধর্ম-কর্মে। বারাণসীতে গিয়ে গঙ্গারতি করে সেখানকার মন্দিরে পুজোও দিয়েছেন তিনি। সেখান থেকেই নেটপাড়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, কার্তিককে দেখে অনুরাগীদের উচ্ছ্বাস যেন বাঁধ মানছে না। অভিনেতা যখন ভক্তদের উল্লাসে আনন্দে মাতোয়ারা, ঠিক তখনই ভিড়ের মধ্যিখান থেকে উড়ে এল একটি প্রশ্ন- ‘বিয়েটা কবে করছেন?’ শোনা মাত্রই লাজে রাঙা কার্তিক আরিয়ান। একগাল হেসে ইশারা করে বললেন, ‘ঈশ্বরই জানেন।’
View this post on Instagram
উৎসবের মরশুমে ‘ভুলভুলাইয়া ৩’র মুক্তি কার্তিক আরিয়ানের ফিল্মি কেরিয়ারে নতুন মাইলস্টোন যোগ করেছে। অভিনেতার কেরিয়ারে সবথেকে দ্রত গতিতে একশো কোটির ক্লাবে প্রবেশ করা সিনেমা এটি। এর আগে ‘ভুলভুলাইয়া ২’র সাফল্যের পরও বারাণসী গিয়ে গঙ্গারতি করেছিলেন কার্তিক। এবারও তার অন্যথা হল না।